বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

পাহাড়ধসে বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ

রাঙামাটি প্রতিনিধি

পাহাড় ধসে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। টানা বৃষ্টিতে গতকাল সকালে পাড়ার ধসে মাটি বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ও দিঘীনালা সড়কে পড়ে। এতে সারা দিন বিচ্ছিন্ন ছিল রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ ব্যবস্থা। সংশ্লিষ্ট সূত্র জানায়, অব্যাহত ভারী বর্ষণে বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। সড়কে পাহাড়ি মাটি নেমে এসে জমাট বাধে। অন্য সড়কে যোগাযোগ স্বাভাবিক থাকলেও পাহাড়ে বড় একটি অংশ ভেঙে মারিশ্যা-দিঘীনালা সড়কে এসে পড়ায় এই সড়কটি বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েছে দূরপাল্লার যানবাহন। বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টির কারণে পাহাড়ে মাটি ভেঙে সড়কে জমাট বাঁধায় বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। সড়ক বিভাগের কর্মচারীরা মাটি সরানোর কাজ করছে।

সর্বশেষ খবর