বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

‘উন্নত চিকিৎসায় যক্ষ্মা সম্পূর্র্ণ ভালো হয়’

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে যক্ষ্মারোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। নরসিংদী শাখার উদ্যোগে গতকাল শহরের চিয়াংচাই রেস্টুরেন্টে এই সভায় যক্ষ্মার লক্ষণ ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। এক নাগারে দুই সপ্তাহ কাশি থাকলে যক্ষ্মারোগ পরীক্ষারও আহ্বান জানানো হয়। রতন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. মো. নুরুল ইসলাম। বক্তারা বলেন, ‘যক্ষ্মা হলে রক্ষা নেই’ এই প্রবাদের আর ভিত্তি নেই। এখন উন্নত স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয়  ওষুধ সেবনে যক্ষ্মা সম্পূর্র্ণ ভালো হয়।

সর্বশেষ খবর