বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

হাবিপ্রবি প্রশাসনিক ভবনে তালা ভিসির বাড়ির সামনে অবস্থান

পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

দিনাজপুর প্রতিনিধি

হাবিপ্রবি প্রশাসনিক ভবনে তালা ভিসির বাড়ির সামনে অবস্থান

হাবিপ্রবি ভিসির বাড়ির গেটের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা -বাংলাদেশ প্রতিদিন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এর প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। গতকাল বেলা ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিলে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। আধঘণ্টা পর তালা খুলে দেওয়া হয়। এর আগে থেকেই শিক্ষার্থীরা ভাইস চ্যান্সেলরের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। বিকাল ৫টা পর্যন্ত সেখানে ছিলেন। এর পরও দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান শিক্ষার্থীরা। মারুফ হাসান নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করলেও এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানাননি কর্তৃপক্ষ। ১ নভেম্বর অবস্থান কর্মসূচিতে রেজিস্ট্রার, প্রক্টর ও অ্যাডভাইজার স্যারের উপস্থিতিতে ৪ নভেম্বর সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেওয়া হলেও কোনো সমাধান পাইনি। এ কারণে আমরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে ভিসি স্যারের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি। ভালো কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চলতে থাকবে।’ শিক্ষার্থী জুয়েল, জাহিদ, আলমগীর জানান, ‘আমরা শুরু থেকে স্বাস্থ্যবিধি মেনে ফাইনাল পরীক্ষা গ্রহণের অনুরোধ করে আসছি। প্রশাসন এখনো কোনো পদক্ষেপ নেননি। অথচ বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যবিধি মেনে অনার্স ফাইনাল পরীক্ষা নেওয়ার রুটিন প্রকাশ করেছে। কোনো কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষা শেষও করেছে।’ হাবিপ্রবির রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. ফজলুল হক জানান, পরীক্ষার বিষয়টি একাডেমিক তাই বিষয়গুলো স্ব-স্ব অনুষদের ডিনরা দেখবেন। শিক্ষার্থীরা ডিনের কাছে যাবে এবং ডিন পরীক্ষা নিয়ন্ত্রক শাখাসহ সংশ্লিষ্ট অফিসে জানাবেন। তিনিও আরও জানান, ‘সরকার শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার দিকে জোর দিচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও পরীক্ষার বিষয়ে আন্তরিক। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনা পেলে আমরা পরীক্ষা নিতে প্রস্তুত আছি।’

সর্বশেষ খবর