বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সাধারণ ওয়ার্ডে করোনা রোগী

মেহেরপুর প্রতিনিধি

সাধারণ ওয়ার্ডে করোনা রোগী

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ রোগীদের সঙ্গে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে কভিড-১৯ আক্রান্তদের। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন হাসপাতালের ডাক্তার, নার্স, সাধারণ রোগী ও তাদের স্বজনরা। গত ৩১ অক্টোবর আব্দুস সামাদ ও সুরাইয়া বেগম নামে এক দম্পতিকে স্বাস্থ্য কমপ্লেক্সের সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হয়। তাদের করোনা উপসর্গ থাকায় পরীক্ষার জন্য পাঠানো হয় নমুনা। মঙ্গলবার রাতে উভয়ের করোনা পজিটিভ আসে। তাদের করোনা ওয়ার্ডে না রেখে হাসপাতালের চতুর্থ তলায় কেবিনে সাধারণ রোগীর সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেহেরপুর সিভিল সার্জন নাসির উদ্দিন জানান, গাংনী স্বাস্থ্য কপ্লেক্সের পুরাতন ভবনে পৃথক করোনা ওয়ার্ড রয়েছে। এভাবে চিকিৎসা দেওয়ার কথা নয়।

সর্বশেষ খবর