বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

আড়াইহাজারে বাসে যাত্রী হয়রানি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজারে বাসযাত্রীরা পরিবহন মালিক, চালক-হেলপারদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। অনেকে হয়রানির হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন অটোরিকশায়। এ সুযোগে গলাকাটা ভাড়া আদায় করছেন অটোচালকরা। যাত্রীরা জানায়, লক্কড়ঝক্কড় গাড়ি দিয়ে প্রতিদিন আড়াইহাজার থেকে ঢাকায় আনা-নেওয়া করছে যাত্রী। প্রায়ই রাস্তায় বাসগুলো বিকল হয়ে পড়ছে। এতে প্রতিদিন মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এর প্রতিবাদ করেও যাত্রীরা সুফল পাচ্ছেন না। নজরুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ঢাকা-আড়াইহাজার রুটের বাসের ভিতর ও বাইরের অবস্থা অত্যন্ত নাজুক। সিটিং সার্ভিস বলা হলেও যত্রতত্র যাত্রী ওঠানামা করা হচ্ছে। দূরত্বের তুলনায় অতিরিক্ত ভাড়া নেওয়া হয়। অভিযুক্ত এক পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি অস্বীকার করেন। আড়াইহাজারের ইউএনও সোহাগ হোসেন বলেন, ‘শিগগিরই এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর