শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ঝুঁকি নিয়ে ট্রলারে পদ্মা পাড়ি

দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী

ঝুঁকি নিয়ে ট্রলারে পদ্মা পাড়ি

ফেরি বন্ধ থাকায় প্রতিদিন অবৈধ ট্রলারে পদ্মা পাড়ি দিচ্ছেন শত শত যাত্রী

রাজবাড়ী ও পাবনার সঙ্গে যোগাযোগের অন্যতম  নৌরুট হচ্ছে জৌকুরা-নাজিরগঞ্জ। দীর্ঘদিন এ  নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় শত শত যাত্রীকে ঝুঁকি নিয়ে ট্রলারে পদ্মা পাড়ি দিতে হচ্ছে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঘটতে পারে বলে আশঙ্কা করছেন নদী পাড়ের যাত্রীরা। রাজবাড়ী  বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ঝুঁকি নিয়ে পদ্মা নদীতে ট্রলারে দীর্ঘ-৫ কিলোমিটার নৌপথ পাড়ি দিচ্ছেন যাত্রীরা। অনেকটা বাধ্য হয়েই তারা ইঞ্জিনচালিত এসব ট্রলারে পাড়ি দিচ্ছেন। গতকাল রাজবাড়ীর সোনাকান্দর ঘাটে দেখা যায়, ট্রলারে করে যাত্রী বোঝাই করে একের পর একটি ট্রলার ছেড়ে যাচ্ছে পাবনা জেলার ঢালারচর এলাকার দিকে। প্রতিদিন ৫ থেকে ৬ শতাধিক যাত্রী নিয়ে ৫/৬টি ট্রিপ রাজবাড়ী থেকে পাবনা জেলার বিভিন্ন স্থানের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ নৌপথের যাত্রীরা  অভিযোগ করে বলেন, দীর্ঘপথ পাড়ি দিতে অনেক সময় প্রবল স্রোতের মুখে পড়তে হয়। ছাইধুপিয়া গ্রামের বাসিন্দা মো. ইদ্রিস ফকির বলেন, জৌকুরা-নাজিরগঞ্জ ফেরি চলাচল বন্ধ। ফলে সোনাকান্দর ঘাট থেকে ট্রলারে বাড়িতে যাচ্ছি। মাঝে মধ্যে এ রুটের ফেরি বন্ধ থাকায় জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে পাড়ি দিতে হয়। কয়েকবার দুর্ঘটনার কবল থেকে বেঁচে গিয়েছি। ট্রলারে জীবন সুরক্ষার কোনো জ্যাকেট না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।   নৌপথ পাড়ি দিতে আসা অপর যাত্রী তাসলিমা বেগম বলেন, পদ্মা পাড়ি দিতে হচ্ছে জীবনকে হাতের মুঠোয় করে। কোনো ব্রিজ এবং ফেরি চালু না থাকার কারণে দ্রুত সময়ের মধ্যে পাবনা যাওয়ার জন্য ট্রলারে করে পাড়ি দিতে হয়। অনেক সময় নির্ধারিত ৫০ টাকার স্থলে ৬০ টাকায় ট্রলারে পাবনা যেতে হয়। রাজবাড়ী থেকে পাবনার সঙ্গে যোগাযোগের নৌপথ সচল রাখলে সুবিধা হয় বলে জানান তিনি। রাজবাড়ী সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী কে বি এম সাদ্দাম হোসেন বলেন, নাব্যতা সংকটে প্রায় এক মাস যাবত  জৌকুরা-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে নৌরুটটি সচল করা হবে। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুজ্জামান খান বলেন, জরুরি প্রয়োজনে প্রতিদিন শত শত যাত্রী ট্রলারে পারাপার হন। তবে অতিরিক্ত যাত্রী পারাপার বন্ধে স্থানীয় চেয়ারম্যানকে বলা হয়েছে। সেখানে গ্রাম পুলিশ নিয়োগ করার জন্য।

সর্বশেষ খবর