শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

একটি ব্রিজের অভাবে ঘুরতে হয় ৮ কিলোমিটার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

একটি ব্রিজের অভাবে ঘুরতে হয় ৮ কিলোমিটার

স্বাধীনতার ৪৯ বছরেও বাঙ্গালী নদীর মোনারপটল খেয়াঘাটে নির্মাণ হয়নি ব্রিজ

একটি ব্রিজের অভাবে ঘুরতে হয় ৮ কিলোমিটার। বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের মোনারপটল খেয়াঘাটে বাঙ্গালী নদীর ওপর স্বাধীনতার ৪৯ বছরেও একটি ব্রিজ নির্মাণ হয়নি। জেলার সোনাতলা উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত মোনারপটল খেয়াঘাট। এ খেয়াঘাটের পশ্চিমে হলিদাবগা। পূর্বে মোনারপটল গ্রাম অবস্থিত। নদীর উভয়প্রান্তে আছে জনবসতিপূর্ণ ৩১ গ্রাম। এর মধ্যে নদীর পশ্চিম পাড়ের ১৩ গ্রাম। নদীর পূর্ব পাড়ে আছে ১৮ গ্রাম। এই ৩১ গ্রামে প্রায় দুই লাখ মানুষ প্রতিদিন ওই খেয়াঘাট দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। ফলে খেয়াঘাটে ব্রিজ না থাকায় সাধারণ জনগণকে ৮ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হয়। এ ছাড়াও স্কুল-কলেজের ছাত্রছাত্রী, শ্রমজীবী মানুষ, সরকারি-বেসরকারি চাকরিজীবী ও নানা শ্রেণি-পেশার মানুষ তাদের কর্মস্থলে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। মাত্র ৫ মিনিটের নদীপথ অতিক্রম করতে কখনো কখনো ঘণ্টার পর ঘণ্টা খেয়াঘাটের নৌকার মাঝির জন্য অপেক্ষা করতে হয়। স্থানীয় লোকজন জানান, এ খেয়াঘাটে পারাপারে নারী ও শিশুসহ অনেক জনকে প্রাণ হারাতে হয়েছে। কৃষি প্রধান অঞ্চলের প্রায় ৮৫ ভাগ মানুষ সরাসরি কৃষি কাজের সঙ্গে সম্পৃক্ত আছেন। এছাড়া এ অঞ্চলের কৃষক উৎপাদিত কৃষি পণ্য সঠিক সময়ে বাজারজাত করতে না পারায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হতে হচ্ছেন। এসব এলাকায় ধান, আলু, সরিষা, ভুট্টা, কাঁচা মরিচ, শুকনা মরিচ, পাট, বিভিন্ন প্রকার সবজি, গোলাপ ফুল, রজনীগন্ধা ফুলও চাষ বেড়েছে। এইসব চাষিদের উৎপাদিত পণ্য হাটে নিতে হয়। উপজেলার জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী ম-ল জানান, এটি গুরুত্বপূর্ণ খেয়াঘাট। এ খেয়াঘাটে ব্রিজ নির্মাণ করা হলে পথচারীদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।

অনেক সময় রাতে রোগী পরিবহনের ক্ষেত্রে ৩১ গ্রামের মানুষকে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়। খেয়াঘাটের উভয় পাশে রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে দীর্ঘ সময় ধরে পারাপারের ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হয়। শুষ্ক মৌসুমে পায়ে হেটে নদী পারাপার করতে হয় বালুর মধ্যে। শীতকালে পানি কমে নাব্যতা সংকটের সৃষ্টি হয়। এ নিয়ে দুই লাখ মানুষের দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী।

সর্বশেষ খবর