শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বিনিয়োগের নামে সোয়া দুই কোটি টাকা নিয়ে উধাও

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

তামান্না লিমিটেড নামে একটি ইলেকট্রনিক্স কোম্পানি বিনিয়োগের নামে চাঁপাইনবাবগঞ্জের ৭৯ জনের কাছ থেকে প্রায় সোয়া দুই কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবে গতকাল ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্য পাঠ করেন তামান্না লিমিটেডে বিনিয়োগকারী আবদুল মান্নান। এতে অভিযোগ করা হয়, ১৯৯৬-৯৭ সালে যাত্রা শুরু করে তামান্না ইলেকট্রনিক্স। প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন জেলায় টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, ফ্যানসহ ইলেকট্রনিক্স সামগ্রীর শো-রুম খুলে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে           বিনিয়োগ সংগ্রহ শুরু করে। ভালো লাভের আশায় চাঁপাইনবাবগঞ্জের ৭৯ জন দুই কোটি ২২ লাখ টাকা  বিনিয়োগ করেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, টাকা বিনিয়োগ করার পর প্রতি লাখে একেকজনকে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত লাভ দিয়েছে তামান্না লিমিটেড।

সর্বশেষ খবর