শনিবার, ৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মাদ্রাসা মাঠে ধান চাষ

আমতলী (বরগুনা) প্রতিনিধি

মাদ্রাসা মাঠে ধান চাষ

বরগুনার আমতলী উপজেলার পূর্ব পাতাকাটা মেহের আলী দাখিল মাদ্রাসা মাঠে খেলাধুলা বন্ধ করে ধান চাষ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। মাঠে ধান চাষ করায় খেলাধুলা ও বিনোদন বঞ্চিত হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থী ও এলাকার সহস্রাধিক শিশু ও কিশোর। ফলে শিশু ও কিশোররা বিপথগামী হওয়ায় আশঙ্কায় উদ্বিগ্ন  অভিভাবকরা। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। জানা গেছে, উপজেলার তালুকদার বাজারে ১৯৮২ সালে পূর্ব পাতাকাটা মেহের আলী দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। ওই মাদ্রাসা সম্মুখে এক একর জমিতে খেলার মাঠ রয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ওই মাঠে মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকার শিশু ও কিশোর খেলাধুলা করে আসছে। চাওড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী একমাত্র মাঠে প্রতিদিন কয়েকশত শিশু ও কিশোর খেলাধুলায় মেতে উঠত। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে ওই মাঠে খেলাধুলা বন্ধের পাঁয়তারা করে আসছিল। কিন্তু এলাকাবাসীর চাপে ব্যর্থ হয়। এ বছর প্রাণঘাতী করোনাভাইরাসের অজুহাত দেখিয়ে মাদ্রাসা সুপার মাওলানা মো. আবদুল হাই ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আমান তালুকদারের যোগসাজশে মাঠে খেলাধুলা বন্ধ করে দেয়। এতে গত চার মাস ধরে ওই এলাকার শিশু ও কিশোর খেলাধুলা ও বিনোদন থেকে বঞ্চিত হয়েছে।

 গত সেপ্টেম্বর মাসে ওই মাঠে ধান চাষ করে। এতে পুরোপুরি খেলাধুলা বন্ধ হয়ে যায়। স্থানীয়রা অভিযোগ করেন, মাঠে ধান চাষের ফলে খেলাধুলা বন্ধ হয়েছে। কিশোররা মাদক সেবনের দিকে ঝুঁকে পড়ছে। এদিকে মাঠে ধান থাকায় মাদ্রাসা খুলে দিলে শিক্ষার্থীদের শরীরচর্চায় সমস্যা হবে বলে ধারণা করছেন অভিভাবকরা। গতকাল সরেজমিনে দেখা গেছে, মাদ্রাসা মাঠে ধানের চারা বেড়ে উঠছে। মাঠে ধান থাকায় এলাকায় শিশু-কিশোররা খেলাধুলা করতে পারছে না। মাদ্রাসার শিক্ষার্থী জাহিদুল ইসলাম, আতিকুল রহমান, আবদুল্লাহ ও রোকনুজ্জামান রাফি বলেন, করোনার কারণে আপাতত মাদ্রাসা বন্ধ। কিন্তু মাদ্রাসা মাঠে ধান চাষ করায় আমরা খেলাধুলা করতে পারছি না, অলস সময় কাটাচ্ছি। কিশোর মঞ্জিল মিয়া বলেন, মাঠে ধান চাষ করায় খেলাধুলা থেকে বঞ্চিত হয়েছি। এই মাঠে প্রতিদিন অন্তত কয়েক শত শিশু ও কিশোর খেলাধুলা করত। দ্রুত মাঠ পরিষ্কার করে স্বাভাবিক অবস্থা ফিরে আনার দাবি আমাদের। স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন মৃধা বলেন, মাদ্রাসা মাঠে খেলাধুলা না করতে পারায় শিশু ও কিশোররা বিপথগামী হচ্ছে। চাওড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী তালুকদার বাজারের এ খেলার মাঠ দ্রুত পূর্বের অবস্থানে ফিরিয়ে আনার দাবি জানান। মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আমান তালুকদার মাঠে ধান চাষ করার বিষয় স্বীকার করে বলেন, বহিরাগত মাঠে আড্ডা দেয়। মাদক সেবন করে। এসব কারণে খেলাধুলা বন্ধ করে ধান চাষ করেছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর