শনিবার, ৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

উপকূলীয় অঞ্চলে স্থায়ী প্রকল্প হচ্ছে

----- এনামুল হক শামীম

পটুয়াখালী প্রতিনিধি

পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, দেশের সব উপকূলীয় অঞ্চল রক্ষায় স্থায়ী প্রকল্প হচ্ছে। ওইসব এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে। পটুয়াখালী ও বরগুনার সিইআইপির ১ হাজার ৯০০ কোটি টাকার প্রকল্প চলমান। আর সরকার পর্যটন শিল্পের উন্নয়নে কুয়াকাটাকে আরও দৃষ্টিনন্দন ও আধুনিক করতে ৪৫০ কোটি টাকার প্রকল্প প্রণয়ন করেছে। সারা দেশে এসব চলমান প্রকল্প বাস্তবায়ন হলে উপকূলীয় এলাকা ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। এছাড়াও নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। গতকাল সকালে পটুয়াখালীর কুয়াকাটায় সিইআইপি প্রকল্পের কাজের অগ্রগতির পরিদর্শন এবং পটুয়াখালী ও বরগুনার পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন, পাউবো এডিজি হাবিবুর রহমান, প্রধান প্রকৌশলী (বরিশাল) নুরুল ইসলাম।

 পটুয়াখালীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী খান ওলিউজ্জামান প্রমুখ।

উপমন্ত্রী শামীম আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মকে নিয়ে ভাবেন। তাই তিনি মহাপরিকল্পনা ডেল্টা প্ল্যান-২১০০ গ্রহণ করেছেন। এ প্রকল্প বাস্তবায়িত হলে অর্জিত হবে উন্নয়নের কাক্সিক্ষত লক্ষ্যমাত্রা। ডেল্টা প্ল্যানের আওতায় বন্যা, নদীভাঙন, নদী ব্যবস্থাপনা, নগর ও গ্রামে পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থাপনা থাকবে।

সর্বশেষ খবর