শনিবার, ৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

আধিপত্য বিস্তারে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্থানীয় করমুল্যা বাজারের তিন রাস্তা মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি দোকানপাঠ ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে আবদুল হক নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ও স্থানীদের তথ্য মতে, ইউপি সদস্য ও এওজবালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান এবং পার্শ্ববর্তী কালাদরাপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবুল ডাক্তারের সঙ্গে দীর্ঘদিন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিল। তারই জের ধরে দুই পক্ষের লোকজনের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দফায় দফায় কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে রাত ৯টার দিকে সেটি রূপ নেয় সংঘর্ষে। এ সময় এক পক্ষ অপর পক্ষকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। সংঘর্ষ চলাকালে ৫-৬টি দোকানপাঠও ভাঙচুর করে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

সর্বশেষ খবর