শনিবার, ৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বেনাপোল বন্দরে ১০ বছরে ৮ আগুন

বকুল মাহবুব, বেনাপোল

মারাত্মক আগুনের ঝুঁকিতে রয়েছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। বেশিরভাগ গোডাউন ও ওপেন ইয়ার্ডে নিজস্ব অগ্নিনির্বাপণ সরঞ্জাম থাকলেও তা অকেজো অবস্থায় পড়ে আছে। ফলে আগুনের ঝুঁকিতে রয়েছে পণ্যাগার। বন্দরে স্থান সংকটের কারণে আমদানিকৃত অতি দাহ্যপণ্যের সঙ্গে সাধারণ পণ্যও রাখা হচ্ছে। এতে অগ্নিকান্ডের ঝুঁকি দিন দিন আরও বাড়ছে। বন্দর ব্যবহারকারীদের সংগঠনগুলো বলছে বিগত গত ১০ বছরে বেনাপোল বন্দরের গোডাউনে আটবার আগুন লেগেছে। প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় প্রতিবারই আগুন নেভাতে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। ডাকতে হয়েছে দেশি-বিদেশি দমকল বাহিনীকে। এ কারণে পুড়ে গেছে আমদানিকৃত কোটি কোটি টাকার পণ্য। কিন্তু কোনো ক্ষতিপূরণ পাননি তারা। আগুন নিয়ন্ত্রণে বন্দরে যেসব সরঞ্জাম আছে সেগুলো অকেজো অবস্থায় পড়ে আছে। বন্দর সূত্রে জানা গেছে, বেনাপোলে ৩৮টি গোডাউন ও ওপেন ইয়ার্ড আছে। এর ধারণক্ষমতা ৪৭ হাজার ৪৪০ মেট্রিক টন পণ্য। কিন্তু রাখা হচ্ছে প্রায় দেড় লাখ মেট্রিক টন পণ্য।  সরেজমিন বন্দরের ৩৪ নম্বর গোডাউনে দেখা গেছে, ৪০০ মেট্রিক টন ধারণক্ষমতার এ গুদামে পণ্য রয়েছে প্রায় ৮০০ মেট্রিক টন। অতি দাহ্য ও সাধারণ পণ্য একই জায়গায় পাশাপাশি রাখা হয়েছে। গোডাউনের এক কোনায় পণ্যের নিচে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে সহজে বহনযোগ্য অগ্নিনির্বাপণ যন্ত্র (এসটিংগুইসার)। সবগুলোই অকেজো। গাদাগাদি করে পণ্য রাখায় অগ্নিঝুঁকি আরও প্রকট হয়েছে। পাশের ৩২ নম্বর গোডাউনের চিত্র একই। আগুন নেভানোর যন্ত্রগুলোও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দেখলেই বোঝা যায়, বহুকাল যন্ত্রগুলোতে হাত পড়েনি।

সর্বশেষ খবর