শনিবার, ৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বেওয়ারিশ কুকুরে সয়লাব

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার সোনাতলা পৌরসভায় বেওয়ারিশ কুকুরে সয়লাব। এসব কুকুর দলবদ্ধভাবে ঘুরে বেড়ানোর ফলে পথচারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

পৌরবাসী জানান, দিনে রাতে দলবদ্ধভাবে কুকুরগুলো বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। কুকুরের হিংস্রতা বৃদ্ধি পাওয়ায় রাস্তায় বের হতে ভয় পাচ্ছে নারী ও শিশুরা। গত কয়েক বছর ধরে কুকুর নিধন না করায় পৌর এলাকায় দিন দিন কুকুরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

তারা আরও বলেন, কখনো কখনো কুকুরের ধাওয়া খেয়ে পথচারীদের গুরুতর আহত হতে হচ্ছে। আবার ২/১টি পাগলা কুকুরের কামড়ে মানুষকে অকালে প্রাণ হারাতেও হচ্ছে। কুকুরের ধাওয়া খেয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রাইভেট, কোচিং ও টিউটর কেন্দ্রে যেতেও ভয় পাচ্ছেন।

গতকাল সকালে বগুড়ার সোনাতলা উপজেলা সদরের সামনে এবং উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে আমবাগানের মধ্যে ১০/১২টি কুকুর একত্রিত হয়ে ঘোরাফেরা করছিল। কুকুরগুলোকে আমবাগানের পাশের সড়ক দিয়ে যাতায়াতকারী পথচারীদের ধাওয়া করতে দেখা গেছে। এমন ঘটনা ঘটেছে পৌরসভার আরও কয়েকটি এলাকায়।

সোনাতলা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম নান্নু বলেন, সরকারিভাবে কুকুর নিধনের ওপর নিষেধাজ্ঞা থাকায় কুকুরের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর