শিরোনাম
সোমবার, ৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

কেমিক্যাল দিয়ে বাটার তৈরি

চট্টগ্রামের হাটহাজারীতে ডালডা, পামওয়েল, রং, ফ্লেভার এবং কেমিক্যাল দিয়ে বাটার ওয়েল তৈরি করায় রংধনু ব্র্যান্ডের প্রায় ৩০০ লিটার ভেজাল বাটার ঘি জব্দ করা হয়েছে। গতকাল হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। -নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মামলা প্রত্যাহার দাবি

হবিগঞ্জের নবীগঞ্জের আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ও মেম্বার হাজী দুলাল মিয়ার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে সর্বস্তরের জনগণের ব্যানারে গতকাল এ কর্মসূচি পালন হয়। মানববন্ধন শেষে শাওনর মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সৈয়দ মতিউর রহমান পিয়ারা, আবদুর রউফ, মোরশেদ আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ কয়েকজনকে আসামি করে ধর্ষণ মামলা করেছে। যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়।  -হবিগঞ্জ প্রতিনিধি

খালে যুবকের লাশ

চাঁদপুর শহরের এসবি খাল থেকে যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গতকাল সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন। মৃতের নাম ইফসুব বেপারী (২৩)। তার বাড়ি শাহরাস্তি  উপজেলার এনায়েতপুর দুপোল্লা গ্রামে। এ ব্যাপারে ইউসুবের স্ত্রী শাহিনুর চাঁদপুর মডেল থানায় অপমৃত্যু মামলা করেছেন।

-চাঁদপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর