মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

উপনির্বাচনে আওয়ামী লীগে অসন্তোষ স্বস্তি বিএনপিতে

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপনির্বাচন আগামী ১০ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ নভেম্বর। এ নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে আওয়ামী লীগে অসন্তোষ রয়েছে। অনেকটা স্বস্তিতে আছে বিএনপি। এ উপজেলায় চেয়ারম্যান নির্বাচনে বিজয়ী হওয়ার এক বছর চার মাস পর মারা যান আওয়ামী লীগ নেতা আবু তাহের। তার মৃত্যুর পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা দৌড়ঝাপ শুরু করেছেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন ও সাবেক সাধারণ সম্পাদক মহসীন কবীর সরকারের নাম আলোচনায় রয়েছে। এদিকে আবু তাহের মারা যাওয়ার ১৩ দিনের মাথায় উপজেলা আওয়ামী লীগ বর্ধিত সভা করে কেন্দ্রে সম্ভব্য প্রার্থীর নাম পাঠায়। এতে আবু তাহের পরিবারের কাউকে রাখা হয়নি।

 উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল বারী ও মনিরুল হকের নাম রয়েছে। এ নিয়ে ওই বর্ধিত সভায়ই হট্টগোল হয়। সভায় আবু তাহেরের ভাই উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক আবু জাহের অথবা আবু তাহেরের ছেলে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি আবু তৈয়ব অপিকে মনোনয়ন দেওয়ার দাবি ছিল। সেই দাবি উপেক্ষা করায় নেতা-কর্মীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। উপজেলা যুবলীগের আহ্বায়ক সুলতান আহমেদ বলেন, ব্রাহ্মণপাড়ায় আবু তাহের পরিবারের বিকল্প এখনো সৃষ্টি হয়নি। তাদের সততা ও আদর্শ তৃণমূলের প্রাণের গভীরে পৌঁছাতে পেড়েছে। ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, তাহের পরিবারের জনপ্রিয়তায় দলের কিছু নেতা ঈর্ষান্বিত হয়ে তাদের নাম কেন্দ্রে পাঠায়নি। এ উপজেলায় আওয়ামী লীগকে আরও শক্ত অবস্থানে নিতে হলে ওই পরিবারের বিকল্প নেই। সাবেক রেলমন্ত্রী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী  লীগ সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি বলেন,  আওয়ামী লীগে কেন্দ্রীয়ভাবে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড রয়েছে। ওই বোর্ডের প্রধান দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সিদ্ধান্তই চূড়ান্ত। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, দলের নির্দেশনা রয়েছে তৃণমূল প্রার্থী বাছাই করে কেন্দ্রে নাম পাঠাবে। সে মতে আমরা কাজ করেছি। যোগ্য প্রার্থীর নাম কেন্দ্রে পাঠিয়েছি।

সর্বশেষ খবর