মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

দুই হাসপাতালে দুই রকম রিপোর্ট

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর শহরের দুই হাসপাতালে দুই দিনের ব্যবধানে দুই রকম রিপোর্ট দেওয়ায় বিপাকে পড়েছে এক পরিবার। এই ঘটনায় জেলা শহরের সেতারা জেনারেল হাসপাতালের বিরুদ্ধে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মাসুদ আকন গত ২৯ অক্টোবর এ ব্যাপারে সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার হাজরাপুর গ্রামের শিল্পী বেগম প্রেগনেন্সি টেস্টের জন্য গত ২৮ সেপ্টেম্বর মাদারীপুর শহরের বাবু চৌধুরী জেনারেল হাসপাতালে আলট্রাসনোগ্রাম ও প্রস্রাব পরীক্ষা করান। রিপোর্টে তিনি গর্ভবতী নন বলে উল্লেখ করা হয়। এর আগে গত ১২ জুলাই শিল্পী গর্ভবতী না হওয়ার জন্য ইনজেকশন গ্রহণ করেন।

 কিন্তু সেতারা জেনারেল হাসপাতালের চিকিৎসক এনামুল হক গত ৩০ সেপ্টেম্বর শিল্পীকে গর্ভবতী উল্লেখ করে আলট্রাসনোগ্রাম রিপোর্ট দেন। এ ব্যাপারে সেতারা  জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সিরু চৌধুরী বলেন, দুই হাসপাতালের রিপোর্ট দুই রকম কেন সেটা চিকিৎসক ভালো বলতে পারবেন। আমার জানা নেই। অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে একাধিক দিন হাসপাতালে গেলেও তাকে পাওয়া যায়নি। এমনকি তার মোবাইলে ফোন করলেও তিনি রিসিভ করেননি। মাদারীপুরের সিভিল সার্জন ডা. সফিকুল ইসলাম বলেন, এই ঘটনা তদন্ত করে যারা ভুল রিপোর্ট দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর