শিরোনাম
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

চালক সংকটে অ্যাম্বুলেন্স বন্ধ, দুর্ভোগে রোগী

আত্রাই স্বাস্থ্য কমপ্লেক্স

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ের ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্সসেবা। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন রোগীরা। এ স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে গড়ে প্রতিদিন ২০০-২৫০ জন রোগী চিকিৎসাসেবা নেন। অনেকে সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়ার তুলনায় কয়েকগুণ বেশি টাকা দিয়ে প্রাইভেট গাড়িতে রোগী পরিবহন করছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্স চালক আসলাম পারভেজ টিপু গত ১ সেপ্টেম্বর বদলি হয়ে চলে যান মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। এরপর প্রায় আড়াই মাস অতিবাহিত হলেও এ স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন চালক নিয়োগ দেওয়া হয়নি। দীর্ঘদিন অ্যাম্বুলেন্স পড়ে থেকে অকেজো হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। উপজেলা পর্যায়ের হাসপাতাল হিসেবে জটিল ও গুরুতর রোগীকে প্রতিনিয়ত এখান থেকে স্থানান্তর করা হয় নওগাঁ সদর অথবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানান্তরিত রোগীদের পরিবহনের জন্য স্বজনদের ছুটতে হয় প্রাইভেট গাড়ির জন্য। এ সুযোগে তারা অনেক বেশি অর্থ হাতিয়ে নিচ্ছে। উপজেলার বিশা ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, কয়েক দিন আগে আমি সন্ত্রাসী হামলার শিকার হয়ে আত্রাই হাসপাতালে যাই। সেখান থেকে আমাকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়। রাজশাহী যাওয়ার জন্য সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে প্রায় দ্বিগুণ ভাড়া দিয়ে মাইক্রোবাসে আমাকে যেতে হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোখসানা হ্যাপি বলেন, অ্যাম্বুলেন্সের চালকের পদ শূন্য হওয়ার সঙ্গে সঙ্গে এখানে চালক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানিয়েছে। এ ছাড়া একাধিকবার মৌখিকভাবেও তাদের বলেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়োগ না দিলে আমার করার কিছু নেই।

সর্বশেষ খবর