মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
তাহিরপুর উচ্চ বিদ্যালয়

তিন লক্ষাধিক টাকা ‘জামানত’ নিয়েও চাকরি দেয়নি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

দুর্গাপুর উপজেলার পুরান তাহিরপুর উচ্চ বিদ্যালয়ে নৈশপ্রহরী পদে নিয়োগ পেতে তিন লাখ ২০ হাজার টাকা ‘জামানত’ দিয়েছেন শারীরিক প্রতিবন্ধী যুবক রইচ উদ্দিন (২৮)। কিন্তু তার চাকরি হয়নি। জামানতের টাকাও ফেরত পাননি তিনি।গত বৃহস্পতিবার দুর্গাপুর সহকারী জজ আদালতে মামলা দায়ের করেছেন। এতে পুরান তাহিরপুর উচ্চ বিদ্যালয় ও প্রধান শিক্ষকসহ ১২ জনকে বিবাদী করা হয়েছে। দেখা গেছে, প্রধান শিক্ষক ইউসুফ আলী সরদার স্কুলের প্যাডে দেওয়া একটি অঙ্গীকারনামায় ২০১৯ সালের ৩০ মার্চ রইচের কাছ থেকে নগদ তিন লাখ ২০ হাজার টাকা নেন।

অঙ্গীকারনামায় লেখা আছে, ‘রইচের কাছ থেকে জামানতস্বরূপ তিন লাখ ২০ হাজার টাকা নেওয়া হলো। তার চাকরি স্থায়ী করা না হলে সম্পূর্ণ টাকা একসঙ্গে নগদে ফেরত দেওয়া হবে।’ আরও জানা গেছে, বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি রইচের কাছে আরও সাত লাখ টাকা দাবি করে। রইচ টাকা না দিলে তাকে বাদ দিয়ে এখন অন্য প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে নিয়োগের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর