বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

পুকুর যেন ময়লার ভাগাড়

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

পুকুর যেন ময়লার ভাগাড়

ফরিদপুর পৌরসভার গোয়ালচামস্থ মোল্যা বাড়ি সড়কের একটি পুকুর নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে পুকুরে আবর্জনা ফেলার কারণে পুকুরটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ময়লার স্তূপ জমে পুকুরের পানি দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। ফলে স্থানীয় এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। পুকুরটির আশেপাশে থাকা প্রায় ৩০টি পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন পুকুরে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনার পচা দুর্গন্ধে চরম ভোগান্তিতে আছেন। সেখানে বসবাস করতে সমস্যার মধ্যে পড়েছেন অনেকে। আবাসিক এলাকার মধ্যে অবস্থিত এ পুকুরটিতে হোটেলের নানা আবর্জনা ফেলার কারণে পুকুরের পানি নষ্ট হয়েছে। সেখানে কেউ গোসল করতে পারছেন না।  এ পুকুরের পানি নষ্ট দুর্গন্ধযুক্ত হওয়ায় আশপাশের মানুষের নানা সমস্যায় পড়তে হচ্ছে। আবাসিক এলাকায় অবস্থিত ময়লা-আবর্জনাযুক্ত এ পুকুরটির কারণে ছড়িয়ে পড়ছে নানা রোগ জীবাণু। স্থানীয়রা একাধিকবার পুকুরের মালিক ও পৌর কর্তৃপক্ষকে বললেও ময়লা পরিষ্কার করার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ক্ষোভ বেড়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, এ পুকুর থেকে এলাকার শত শত মানুষ গোসলসহ গৃহস্থালির রান্নার কাজ করতেন। কিন্তু বিগত কয়েক বছর ধরে এ পুকুরটিতে হোটেলের ময়লা-আবর্জনা ফেলার কারণে পুকুরটি এখন এলাকার মানুষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় একটি হোটেলের সমস্ত ময়লা ফেলার কারণে এ পুকুরটিতে এখন আর এলাকার মানুষ গোসল করতে পারেন না।  ময়লা পচে দুর্গন্ধ হয়ে পড়ায় আশেপাশের মানুষের বসবাস বেশ কষ্টকর হয়ে পড়েছে। বৃষ্টির কারণে অনেক সময় পুকুরের ময়লা-আবর্জনা আশপাশের বাসা-বাড়িতে প্রবেশ করে। ফলে নানা রোগে আক্রান্ত হচ্ছেন।

 এ পুকুরটির কারণে মশার উপদ্রƒপ বেড়েছে। বর্তমানে ময়লা-আবর্জনাযুক্ত এ পুকুরটি মশার ডিপো হিসেবে পরিচিতি লাভ করেছে। এ বিষয় নিয়ে স্থানীয়রা একাধিকবার পুকুরের মালিককে পুকুরটি পরিষ্কার করার কথা বললেও তারা কোনো পদক্ষেপ নেননি। ফরিদপুর পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে এ বিষয়ে জানান হলেও তারা পুকুরটি পরিষ্কার করার ব্যাপারে কোনো কাজ করেননি। পৌর এলাকার মধ্যে আবর্জনাযুক্ত পুকুর থাকলে সেটি পরিষ্কার করার কথা রয়েছে পুকুরের মালিকের। কিন্তু দীর্ঘদিন ধরে এ পুকুরটি পরিষ্কার না করায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুকুরটি পরিষ্কারের বিষয়ে ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু বলেন, শিগগির এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর