বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

নাটোরে বাস্তবায়ন হচ্ছে না ‘নো মাস্ক নো সার্ভিস’

নাটোর প্রতিনিধি

মাক্স ব্যবহার বাধ্যতামূলক হলেও নাটোরের মানুষ তা মানছে না। অফিস, আদালত, থানা, ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ‘নো মাস্ক-নো সার্ভিস’ কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে না। নিরাপদ সামাজিক দূরত্বসহ কোনো স্বাস্থ্যবিধিরই তোয়াক্কা করছে না নাটোরের জনসাধারণ। করোনাভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে সরকারি অফিস-আদালতসহ বিভিন্ন স্থানে- ‘নো মাস্ক নো সার্ভিস’ নির্দেশনা রয়েছে। ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি বাস্তবায়ন করা।

 ব্যাপারে প্রশাসনের অভিযান অব্যাহত থাকলেও জনসাধারণের অংশগ্রহণ নেই বললেই চলে। গতকাল সকালে উপজেলার জনবহুল চাঁচকৈড় হাটে গিয়ে দেখা যায়, শতকরা ৯০ জন মানুষের মুখেই মাস্ক নেই।

ক্রেতা-বিক্রেতাদের মধ্যে গাদাগাদি ঠাসাঠাসিভাবে বেচাকেনা করতে দেখা গেছে। অনেকের মতে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এদিকে করোনা রোগের পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ মানুষের আগ্রহও কমে যাচ্ছে।

করোনাকালীন শীতে প্রশাসনের পক্ষ থেকে উপজেলার কোথাও অভিযান পরিচালনা করতে দেখা যায়নি। ফলে মানুষের মধ্যে করোনা সম্পর্কে সচেতনতা লোপ পাচ্ছে। গ্রামগঞ্জে তো আরও করুণ অবস্থা। অধিকাংশ মানুষই বর্তমান করোনার ভয়াবহতা ও স্বাস্থ্যবিধি না মানায় এলাকায় করোনার প্রভাব বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম।

সর্বশেষ খবর