বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সেতুটি তিন বছর ধরে চলাচলের অযোগ্য

দিনাজপুর প্রতিনিধি

সেতুটি তিন বছর ধরে চলাচলের অযোগ্য

দিনাজপুরের তিন বছর ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে একটি ব্রিজ। নির্মাণ কাজ শেষে উদ্বোধনের আগেই বন্যার পানির তোড়ে ব্রিজটি ভেঙে যায়। এতে দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ। দীর্ঘপথ ঘুরে চলাচল করতে হয় তাদের। বেশি ভোগান্তিতে পড়তে হয় বর্ষার সময়। দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের হারগা গ্রামে শাখা গর্ভেশ্বরী নদীর ওপর অবস্থান এই ব্রিজের। দিনাজপুর সদর উপজেলার সঙ্গে কাহারোল উপজেলার কয়েক গ্রামের মধ্যে সংযোগ স্থাপন করেছে এটি। ওই স্থানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর নতুন করে ব্রিজ নির্মাণ করবে বলে জানান দিনাজপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। সরেজমিনে দেখা যায়, সংযোগ সড়কবিহীন ভাঙা ব্রিজটি অকেজো পড়ে আছে। শুকনা মৌসুমে ব্রিজের পাশে অন্যের জমির ওপর দিয়ে যাতায়াত করছেন পথচারীরা।

সুন্দরবন ইউপি চেয়ারম্যান অশোক কুমার রায় জানান, ব্রিজটি উদ্বোধনের আগেই বন্যার পানিতে দেবে যায় সরে যায় সংযোগস্থলের মাটি। এরপর থেকে ওই অবস্থায় পড়ে আছে। ব্রিজটির অভাবে দুই পাশের হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। দিনাজপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসিম উদ্দিন জানান, ২০১৬-১৭ অর্থ বছরের জুন মাসে ব্রিজটির নির্মাণ কাজ শেষ হয়েছিল। কাজ শেষ করার পর এ অঞ্চলে প্রবল বন্যার কারণে ব্রিজটি ভেঙে যায়। তারপর থেকে ওভাবেই পড়ে আছে। ওই স্থানে নতুন ব্রিজের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর