বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

শিক্ষার্থীদের চাপ দিয়ে অর্থ আদায়

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানিকপুর উচ্চ বিদ্যালয়ে করোনা দুর্যোগেও ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত একসঙ্গে তিন মাসের বেতন, সেশন ফি, ভর্তি ফি জোর করে আদায় করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সমাবেশ ও মানববন্ধন করেছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদ যোগসাজশে সরকারি নির্দেশনা অমান্য করে এ অর্থ আদায় করছেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদ এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয় বলে দাবি করেছেন এক সদস্য।-নোয়াখালী প্রতিনিধি

বিএনপি নেতা গ্রেফতার

বিশ্বনাথে আবেদুর রহমান আছকির (৪৫) নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার লামাকাজি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মঙ্গলগিরি গ্রামের মৃত মকদ্দর আলীর ছেলে। গতকাল দুপুর ১২টায় উপজেলা সদরের খাদ্যগুদামের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্র জানায়, সরকারি কাজে বাঁধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে থানা পুলিশের দায়ের করা মামলায় বিএনপি নেতা আবেদুর রহমান আছকির এজাহার নামীয় আসামি। তাই বিশ্বনাথ পুলিশ স্টেশনের ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  -বিশ্বনাথ প্রতিনিধি

বন্যা সহনশীল আমন চাষে ব্যাপক সাফল্য

বন্যা সহনশীল ও উচ্চ ফলনশীল অ্যারাইজ এজেড হাইব্রিড ধান চাষ করে ব্যাপকভাবে সাফল্য পেয়েছেন ফরিদপুরের চাষিরা। ফলনও হয়েছে ভালো। কৃষি বিভাগ বলছে, উচ্চফলনশীল হাইব্রিড এই ধানের হেক্টর প্রতি উৎপাদন ১২টন। যা অন্য ধানের চেয়ে ২ টনেরও বেশি।

বন্যায় সারা দেশের চাষিরা যখন ক্ষতিগ্রস্ত ও দিশাহারা হয়ে পড়েছিল তখন ফরিদপুরের চাষিরা বায়ার ক্রপ সাইন্সের এজেড ৭০০৬ ধানের চাষে সাফল্য পেয়েছে। এই ধান লাগানোর পর ১২ দিন ৮ফিট পানির নিচে ডুবে থাকার পরেও কোনো ক্ষতি হয়নি।

-ফরিদপুর প্রতিনিধি

২ কেজি হেরোইনসহ গ্রেফতার ১

শিবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ- অভিযান চালিয়ে দুই কেজি হেরোইনসহ মো. সুমন আলী (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সুমন আলী  শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের কাঁঠালিয়াপাড়ার মো. মনিরুল ইসলামের ছেলে। মঙ্গলবার মধ্যরাতে শিবগঞ্জ উপজেলার কাঁঠালিয়াপাড়ায় সুমন আলীর বাড়িতে অভিযান চালিয়ে হেরোইনসহ গ্রেফতার করে  ডিবি পুলিশ।

-চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ভ্রাম্যমাণ আদালতে ৫ জুয়াড়ির কারাদন্ড

ঝালকাঠির রাজাপুরে ৫ জুয়াড়িকে এক মাস করে বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের গুদিঘাটা এলাকায় অভিযান চালিয়ে এ দন্ড প্রদান করেন। -ঝালকাঠি প্রতিনিধি

মাদকসহ গ্রেফতার-৪

কুড়িগ্রামে পৃথক অভিযানে মাদকসহ চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃতদের কাছ  থেকে ৯০ পিস ইয়াবা, ৩ কেজি গাঁজা এবং ৩ বোতল ফেনসিডিলসহ মাদক উদ্ধার করা হয়। এ ছাড়া হরিজন ও রবিদাস সম্প্রদায়ের তৈরিকৃত ১০০ লিটারের মতো চোলাই মদ উদ্ধার করে।

-কুড়িগ্রাম প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর