বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ত্রিমুখী সংকটে নীলফামারী সদর হাসপাতাল

নীলফামারী প্রতিনিধি

ত্রিমুখী সংকটে নীলফামারী সদর হাসপাতাল

ত্রিমুখী সংকটে নীলফামারী সদর হাসপাতালের কার্যক্রম। চিকিৎসক, যন্ত্রপাতি ও শয্যা সংকটে হচ্ছে এ হাসপাতালের প্রধান সমস্যা। প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন আগত সাধারণ রোগীরা। অতিরিক্ত ডিউটি করেও সেবা প্রদানে হিমশিম খাচ্ছেন কর্মরত চিকিৎসক, নার্স, আয়া ও ওয়ার্ডবয়। চিকিৎসক সংকট কাটিয়ে সাধারণ মানুষের সু-চিকিৎসা নিশ্চিত হোক এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। সংশ্লিষ্টরা বলছেন, চিকিৎসক সংকটের কারণে ৩০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ২৫০ শয্যার নতুন ভবনটিও চালু করা হচ্ছে না। এখনো ১০০ শয্যার পুরাতন ভবনেই চলছে বর্তমান চিকিৎসা কার্যক্রম। ফলে অনেক রোগী ভর্তি হতে না পেরে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। আবার আধুনিক যন্ত্রপাতি না থাকায় কেউ কেউ পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজশাহী ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন। হাসপাতাল সূত্র জানায়, নীলফামারী জেলার প্রায় ১৮ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা শহরের প্রাণকেন্দ্রে ১৯৮৫ সালে সাড়ে সাত একর জমির উপর নির্মাণ করা হয় ৫০ শয্যা বিশিষ্ট নীলফামারী আধুনিক সদর হাসপাতাল। ২০০৯ সালে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত হয়। পরবর্তীতে ২৫০ শয্যায় উন্নিত করা হয়। এ হাসপাতালে ৫৫ জন চিকিৎসকের স্থলে কর্মরত আছেন ৭ জন। প্রতিদিন বহির্বিভাগে ৪০০ রোগী, অভ্যন্তরীণ বিভাগে আড়াই  থেকে ৩০০ ও জরুরি বিভাগে প্রায় দেড় থেকে ২০০ জন রোগীর সেবা দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর