বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

শহরে তিন দিন পানি নেই দুর্ভোগে পৌরবাসী

গাইবান্ধা প্রতিনিধি

তিন দিন ধরে পানি পাচ্ছেন না গাইবান্ধা পৌরসভার বাসিন্দারা। পাইপ ফেটে যাওয়ায় পৌর শহরের কিছু অংশে পানি সরবরাহ বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। গাইবান্ধা পৌরসভাসূত্রে জানা যায়, শহরে ২ হাজার ৭৪৬টি পানি সংযোগ রয়েছে। সম্প্রতি ডিবি রোডে সড়ক ও জনপথ বিভাগের চার লেন সড়ক নির্মাণের কাজের সময় জনতা ব্যাংক এলাকায় পানি সরবরাহ পাইপ ক্ষতিগ্রস্ত হয়। ফলে শহরের রেললাইনের পুব পাশের অংশে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। মাস্টারপাড়ার বাসিন্দা মাহবুবুর রহমান বলেন, ‘আমরা সুপেয় পানির জন্য পৌরসভার সরবরাহ করা পানির ওপর নির্ভরশীল।

সর্বশেষ খবর