শিরোনাম
বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রবেশ পথে গর্ত দুর্ঘটনার আশঙ্কা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ পথে এক বছর আগে সড়কে ঢালাই উঠে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ গর্তের কারণে  যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। গতকাল সরেজমিন দেখা যায়, জেলার পীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে প্রায় ১৩ মাস ধরে একটি গর্ত সৃষ্টি হয়েছে। আর এই গর্তে বিপদ সংকেত হিসেবে একটি বাঁশ দেওয়া আছে। সংশ্লিষ্টরা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ পথের রাস্তার এক অংশে গত বছর বৃষ্টির সময় গর্ত সৃষ্টি হয়েছিল। পরে কয়েকটি দুর্ঘটনা ঘটায় কর্তৃপক্ষ বিপদ সংকেত হিসেবে একটি বাঁশের খুঁটি লাগিয়ে দেয়। পাশেই উপজেলা অফিস,  পৌরভবন, সড়ক ও জনপদ অফিস তবুও এই গর্তটি  মেরামত হচ্ছে না। হাসপাতালের আরএমও আবদুল জব্বার জানান, বিষয়টি উপজেলার মাসিক মিটিংএ নির্বাহী অফিসারকে অবহিত করেছি। এমনকি  পৌরসভার মেয়রকে জানানো হয়েছে। মেয়র বলেছেন বরাদ্দ পেলে মেরামত করা হবে।

সর্বশেষ খবর