বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
নোয়াখালীতে ব্যবসায়ী খুন

তিন মাস পর লাশ উত্তোলন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের নুরুপাটোয়ারীর হাটে সুদের টাকার জন্য হত্যা করা হয় ব্যবসায়ী মো. সোহেলকে (২৮)। হত্যাকা-ের তিন মাস ৭ দিন পর গতকাল আদালতের নির্দেশে পুলিশ কবর থেকে লাশ উত্তোলন করে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন নিহতের স্বজন-এলাকাবাসী। নিহত সোহেল উপজেলার পশ্চিম শুল্ল্যাকিয়া গ্রামের আবুল কালামের ছেলে ও নুরুপাটোয়ারীর হাটের মুদি ব্যবসায়ী ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত লাশ উত্তোলনের নির্দেশ দেয়। মরদেহের ময়নাতদন্ত করা হবে। নিহতের বাবা আবুল কালাম জানান, নুরুপাটোয়ারীর হাটের নুর মোহাম্মদ দীর্ঘদিন ধরে এলাকায় চড়া সুদে টাকা লেনদেনের ব্যবসা করে আসছেন। গত ৩ আগস্ট দুপুরে সোহেলের কাছে সুদ বাবদ তিনি ৬-৭ লাখ টাকা পাবেন দাবি করে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে নির্যাতন করে নুর মোহাম্মদের ছেলে ফারুক, রুবেলসহ অজ্ঞাত এক যুবক। পরে সোহেলকে বিষ খাইয়ে দেয়। খবর পেয়ে স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে ওই দিন দুপুরেই তিনি মারা যান।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন জানান, এ ঘটনায় নিহতের বাবা মামলা করেছেন। ঘটনার পরই পুলিশ আসামি ফারুক হোসেনকে গ্রেফতার করেছে। আদালতের নির্দেশে গতকাল পুনরায় ময়নাতদন্ত করার জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর