বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা ২ কোটি টাকার শাড়ি জব্দ

বেনাপোল প্রতিনিধি

মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে আমদানি করা চকলেটের চালানের ভিতর থেকে গতকাল ২ কোটি টাকার শাড়ি জব্দ করেছেন বিজিবি সদস্যরা। এ ঘটনায় জড়িত একটি সিএন্ডএফ এজেন্ট লাইসেন্স গতকাল বাতিল করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বেনাপোল কাস্টমস সূত্র জানায়, গতকাল আমদানি করা চকলেটের টেস্ট রিপোর্ট আসার পর তা বন্দর থেকে খালাস নেয় সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্ট। চকলেটের কার্টুনে ভিতর কাতান শাড়ি রিপ্যাকিং করে ৫০ কার্টুন শাড়ি কৌশলে বন্দরের বাইরে থেকে ট্রাকে লোড করা হয়। ওই শাড়ি ঢাকা নিয়ে যাওয়ার সময় বেনাপোল বাজার থেকে ট্রাকটি আটক করেন বিজিবি সদস্যরা। পরে তল্লাশি করে ২ কোটি টাকার শাড়ি পাওয়া যায়। ট্রাকসহ শাড়ির চালান বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর