বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
আজ ভয়াল ১২ নভেম্বর

ভোলায় প্রয়োজন আরও ২০০ আশ্রয় কেন্দ্র

ভোলা প্রতিনিধি

আজ ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিনে ভোলার উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়। এতে প্রাণ হারান লক্ষাধিক মানুষ। ভেসে যায় হাঁস-মুরগি ও গবাদি পশুসহ বাড়িঘর। এক রাতে ল-ভ- হয়ে যায় পুরো উপকূল।  প্রতি বছর এই দিনে স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে ওঠে উপকূলের বাতাস। ভোলার ৭ উপজেলায় বর্তমানে ২৮৪টি আশ্রয় কেন্দ্র রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জনসংখ্যার অনুপাতে এ জেলায় আরও অন্তত ২০০ আশ্রয় কেন্দ্রের প্রয়োজন। ভয়াল সেই দিনের স্মৃতিচারণ করে ভোলা প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান বলেন, ’৭০-এর ১২ নভেম্বর দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঝড়ো বাতাস বইছিল। সন্ধ্যার পর বাতাস ও বৃষ্টির বেগ বাড়তে থাকে। গভীর রাতে শুরু হয় ঝড়ের তা-ব। হারিকেন নামের ওই ঝড়-জলোচ্ছ্বাস ভোলাসহ উপকূলের ১৮টি জেলায় কমবেশি আঘাত হানে। ৮ থেকে ১০ ফুট উচ্চতার ঢেউ এসে আঘাত হানে লোকালয়ে।

সর্বশেষ খবর