বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

জনবল সংকটে ব্যাহত চিকিৎসাসেবা

টঙ্গী প্রতিনিধি

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল সংকটে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। ২৫০ শয্যার এই হাসপাতালে ৫৮ জন চিকিৎসক পদের বিপরীতে আছেন ৪০ জন। নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি ও নার্সিং সেবা। রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। টঙ্গী স্টেশনরোড এলাকায় অবস্থিত শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল। এখানে নেই এক্সরে-ফিল্ম, এমআরআই মেশিন, ইকো কার্ডিওগ্রাফি, ডিএ মেশিন, ডায়ালাইসিস মেশিন। (ওটি) বিভাগে অপারেশন করার সময় বিদ্যুৎ চলে গেলে নেই বিকল্প ব্যবস্থা। ১৮ জন চিকিৎকের পদ শূন্য থাকায় সংশ্লিষ্ট রোগ নিয়ে কেউ এলে তাকে রেফার করতে হয় অন্য হাসপাতালে। আবাসিক চিকিৎসক পারভেজ হোসেন বলেন, আমরা চেষ্টা করছি সেবার মান বাড়াতে। হাসপাতালের উপ-পরিচালক ডা. জাহাঙ্গীর আলম বলেন, ডিজি অফিসে চাহিদাপত্র দিয়েছি। আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে।

সর্বশেষ খবর