শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সড়কজুড়ে শুধুই গর্ত

নওগাঁ প্রতিনিধি

সড়কজুড়ে শুধুই গর্ত

বেহালদশায় নওগাঁর রানীনগর-কালীগঞ্জ-আত্রাই সড়ক -বাংলাদেশ প্রতিদিন

নওগাঁর রানীনগর-কালীগঞ্জ-আত্রাই সড়কের প্রেমতলী থেকে বনমালীকুড়ি পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটারে শতাধিক বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। শুকনো মৌসুমে এপাশ-ওপাশ করে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে হাঁটাই কষ্টসাধ্য হয়ে পড়ে। অপরদিকে বনমালীকুড়ি থেকে আত্রাই যাওয়ার প্রায় সাড়ে ১৩ কিলোমিটার সড়কের অধিকাংশ স্থানে পিচ উঠে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে বছরের পর বছর এই অঞ্চলের শতাধিক গ্রামের মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। চলাচলের একমাত্র সড়কটির বেহাল দশায় কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্যের নায্যমূল্য থেকে বঞ্চিত হয়ে আসছেন দীর্ঘদিন থেকে। শড়িয়া গ্রামের শফিকুর, হালিমসহ অনেকে অভিযোগ করে বলেন, শতাধিক গ্রামের মানুষের নওগাঁ, রানীনগর, আত্রাই চলাচলের একমাত্র সড়ক এটি। বছরের পর বছর সংস্কার কিংবা মেরামত না করায় এখন জনগুরুত্বপূর্ণ সড়কটি খানাখন্দে ভরে গেছে। বৃষ্টি হলে গর্তে পানি জমে থাকে। তখন বোঝা যায় না কোনটি সড়ক আর কোনটি গর্ত। স্থানীয়রা জানান, এই একটি সড়ক আমাদের জীবনের চাকা থমকে দিয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর