শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

আলু চাষে ব্যস্ত কৃষক

লাবলু মোল্লা, মুন্সীগঞ্জ

আলু চাষে ব্যস্ত কৃষক

আগাম আলু চাষে ব্যস্ত মুন্সীগঞ্জের কৃষক -বাংলাদেশ প্রতিদিন

আগাম আলু চাষে ব্যস্ত মুন্সীগঞ্জের কৃষক। দেশের চাহিদার সিংহভাগ আলু উৎপাদনের জেলা মুন্সীগঞ্জ। ইতিমধ্যে প্রথম ধাপে আলু রোপণ শুরু করেছে কৃষকরা। বর্ষার পানি নেমে যাওয়ায় চরের উঁচু জমিতে আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন তারা। সকাল থেকে বিকাল পর্যন্ত চলছে চাষাবাদের কাজ। অনেকে কৃষকদের নিয়ে আলুর খেত পরিষ্কার করছেন। আবার অনেকে পাওয়ার টিলার দিয়ে জমিতে চাষাবাদ করছেন। অনেকে জমিতে সার ছিটানো, আলু রোপণ করছেন। আলুর জমি গবাদিপশুতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য জমির চারপাশে দিচ্ছেন ফসল সুরক্ষার বেড়া। আলু চাষের প্রথম দিকের সময়টাতেই মুন্সীগঞ্জের কৃষকরা প্রথম ধাপে আগাম আলু রোপণ করছেন। দ্বিতীয় ধাপে অগ্রায়ণ মাস এবং পৌষ মাস জুড়ে চলবে দ্বিতীয় ধাপে পুরোদমে আলু রোপণ। আলু রোপণ, পরিচর্যা, দ্বিতীয় পর্যায়ে আলুসহ অন্যান্য সবজি আবাদের জমিগুলো প্রস্তুত করতেই চলে আসবে পুরোদমে আলু রোপণের সময়। এভাবে আলুচাষিদের কর্মব্যস্ততা থাকবে পৌষ মাসের শেষে সপ্তাহ পর্যন্ত। পাশাপাশি কৃষাণীদেরও বেড়েছে ব্যস্ততা। শুধু তাই নয় আলুু কাটা শ্রমিকদের দিতে হয় নগদ টাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর