শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ধুঁকছে সরকারি হাঁস মুরগির খামার

দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী

ধুঁকছে সরকারি হাঁস মুরগির খামার

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় ধুঁকছে রাজবাড়ীর একমাত্র সরকারি হাঁস-মুরগির খামারটি। অনেকে বলছেন খুঁড়িয়ে চলছে সরকারি এই প্রতিষ্ঠানটি। খামারের তিনটি শেডের মধ্যে দুইটি শেড নষ্ট। যন্ত্রাংশের গায়ে আঁঠাল ময়লার প্রলেপ পড়েছে। ফলে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এসব যন্ত্রাংশ। ফরিদপুর থেকে বাচ্চা এনে চাহিদা পূরণ করতে পারছে না প্রতিষ্ঠানটি। সব মিলিয়ে জোড়াতালি দিয়ে চলছে সরকারি এই খামারটি। অন্যদিকে খামারটিতে জনবল সংকটের কারণে বহিরাগতদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। খামারের ভিতরে জঙ্গলে পরিণত হয়েছে। ফলে সাপসহ মশার উপদ্রপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খামারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮২ সালে জেলার কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রোটিনের চাহিদা মেটাতে জেলা সদরে নির্মাণ করা হয় সরকারি হাঁস মুরগির খামার।  বছরে ২০ হাজার মুরগি পালনের লক্ষ্যমাত্রা থাকলেও চলতি বছরের ৯ মাসে মুরগি পালন হয়েছে মাত্র ১ হাজার ২০০। সরজমিনে খামারটি ঘুরে দেখা গেছে, বেশিরভাগ স্থানে আগাছায় ভরে রয়েছে। তিনটি শেডের মধ্যে দুইটি শেড ধ্বংসের পথে। একটি শেডে কিছু বাচ্চা আছে। কর্মকর্তাদের থাকার জন্য একটি বাসভবন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দা এম মনিরুজ্জামান বলেন, মুরগির বাচ্চা কেনার জন্য আসতাম। বর্তমানে চাহিদার তুলনায় বাচ্চা পাওয়া না। এছাড়া কতিপয় কর্মকর্তার উদাসীনতার কারণে খামারটি ধ্বংসের পথে। আবদুর রহিম নামে এক কর্মচারী বলেন, মুরগির ফার্ম এলাকায় বসবাস করা কষ্টকর হয়ে পড়েছে। দ্রুত খামারটি সংস্কার করে উৎপাদন বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি। ফার্মের দায়িত্বরত পোল্ট্রি টেকনিশিয়ান মো. ইকবাল হোসেন বলেন, এখানে জনবল সংকটের কারণে ফার্মটি নষ্ট হয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর