শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

নূর হোসেনকে আদালতে হাজির, নির্দোষ দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সাত খুন মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিনের আদালতে হাজির করা হয়। সিদ্ধিরগঞ্জ থানায় করা সাতটি মামলায় তাকে আদালতে হাজির করা হয়েছিল। দুটি মামলায় ফৌজদারি ৩৪২ ধারায় নূর হোসেনকে পরীক্ষা করে আদালত। এ সময় নূর হোসেন নিজেকে নির্দোষ দাবি করেন।

 পরে মাদক মামলায় একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এভাবে পর্যায়ক্রমে সাতটি মামলার শুনানি হয়।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ বলেন- মাদক, চাঁদাবাজি ও অস্ত্র আইনের পৃথক সাতটি মামলা আদালতে বিচারাধীন। সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা অস্ত্র ও চাঁদাবাজি মামলায় আদালত নূর হোসেনকে ফৌজদারি ৩৪২ ধারায় পরীক্ষা করে। এ সময় নূর হোসেন নিজেকে নির্দোষ দাবি করেন। প্রসিকিউটর বলেন, নূরের বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তি সাক্ষী দিয়েছেন। আরেকটি মাদক মামলায় যুক্তিতর্ক হয়েছে। সাতটি মামলায় পর্যায়ক্রমে শুনানি শেষে আদালত আগামী ১০ ডিসেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করে।

আদালত সূত্র জানায়, সকালে প্রিজন ভ্যানে নূর হোসেনকে পুলিশ প্রহরায় আদালতে হাজির করা হয়। আদালতের কার্যক্রম শেষে দুপুরে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

সর্বশেষ খবর