শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ঝুঁকি নিয়ে চলছে সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম

ফারুক আল শারাহ, লাকসাম

ঝুঁকি নিয়ে চলছে সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম

নাঙ্গলকোট উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের ঝুঁকিপূর্ণ ভবন

জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে নাঙ্গলকোট সাব- রেজিস্ট্রি অফিসের কার্যক্রম। যে কোনো মুহূর্তে ভবনটি ধসে পড়ে প্রাণহাণির আশঙ্কা দেখা দিয়েছে। এতে ওই অফিসের কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক ও দলিলদাতা-গ্রহীতাগণ চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। দ্রুত ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণের দাবি জানান তারা। সরেজমিন ভবনটি ঘুরে দেখা যায়, এক কক্ষবিশিষ্ট পুরাতন ও জরাজীর্ণ ভবনে চলে আসছে নাঙ্গলকোট সাব- রেজিস্ট্রি অফিসের কার্যক্রম। শ্যাওলাবেষ্টিত স্যাঁতসেঁতে ভবনের ছাদ এবং দেয়ালের ইট, সুরকি ও পলেস্তারা খসে পড়ছে। ছাদের পলেস্তারা খসে পড়ায় বিভিন্ন স্থানে রড বের হয়ে আছে। ভবনটির পেছনের দেয়াল ধসে পড়ায় সাব-রেজিস্ট্রারের বসার স্থানের পেছনে টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে। পাশে বৃষ্টির পানি থেকে দলিলপত্র রক্ষায় পলিথিন দেওয়া হয়েছে।  এ ছাড়া, বৃষ্টির পানি পড়ায় ও পর্যাপ্ত রুম সংকটে সাব- রেজিস্ট্রারের চারদিকে দলিলপত্র স্তূপ করে রাখা হয়েছে। অফিসের নিচে কর্মচারীরা গাদাগাদিভাবে বসে কাজ করছেন। স্থান সংকুলানের অভাবে দলিল সম্পাদন করতে আসা দাতা-গ্রহীতা ও দলিল লেখকদের কোনোভাবে দাঁড়িয়ে দলিল সম্পাদনের কাজ সারতে হয়। ভবনের বারান্দায় টিনের বেড়া দিয়ে নকল নবিশদের দমবন্ধ পরিবেশে কাজ করতে হচ্ছে। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনটিতে বৃষ্টির পানি পড়ে দলিলসহ মূল্যবান কাগজপত্র নষ্ট হচ্ছে। ছাদের পলেস্তারা খসে পড়ে কিছুদিন আগে একটি শিশুসহ বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সূত্রে জানা যায়, উপজেলা সাব-রেজিস্ট্রি ভবন নির্মাণের জন্য নাঙ্গলকোট উপজেলা পরিষদ থেকে প্রায় আধা কিলোমিটার দক্ষিণে পৌরসভার পূর্ব দৈয়ারা মৌজায় নজরুল ইসলাম সুজন ৩৩ শতক সম্পত্তি প্রদান করেন। তাছাড়া উপজেলা পরিষদ-সংলগ্ন হরিপুর মৌজায়  আবদুল সালাম গং ৪১ শতক সম্পত্তি প্রদান করেন। ২০১৮ সালের ২০ মার্চ তৎকালীন সাব-রেজিস্ট্রার মজিবুর রহমান হরিপুর মৌজার আবদুল সালামদের দেওয়া সম্পত্তিতে সাব-রেজিস্ট্রার ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষ বরাবরে আবেদন করেন। কিন্তু পূর্ব দৈয়ারা মৌজায় সুজনের দেওয়া সম্পত্তিতে ভবন নির্মাণের জন্য তৎকালীন পরিকল্পনামন্ত্রী ও বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি সুপারিশ করেন।

সর্বশেষ খবর