শিরোনাম
শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

আলোর পথে ফিরবে অপরাধীরা

চট্টগ্রামের কারাগারে ‘আদর্শ ওয়ার্ড’

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

আলোর পথে ফিরবে অপরাধীরা

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী অপরাধীদের আলোর পথে ফেরাতে ‘আদর্শ ওয়ার্ড’ নামে দুটি ওয়ার্ড চালু করা হয়েছে। এ দুই ওয়ার্ডে অবস্থান করা বন্দিরা কারা আইন পালনের পাশাপাশি ধূমপান পরিহার এবং নিজ নিজ ধর্মীয় অনুশাসন পালনে করবে নিয়মিত। কারা কর্তৃপক্ষের দাবি-আদর্শ ওয়ার্ডের বন্দিরা কারাগার থাকাকালীন সুশৃঙ্খল জীবনে অভ্যস্ত হবে। যা কারাগার থেকে মুক্ত হওয়ার স্বাভাবিক জীবন-যাপনে সহায়ক ভূমিকা পালনে করবে।  চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. রফিকুল ইসলাম বলেন, ‘কারাগারে আসার পর অনেক বন্দি আলোর পথে আসতে চায়। মুলত বিভিন্ন ওয়ার্ডে থাকা আলোর পথে আসার প্রচেষ্টাকারী বন্দিদের জন্য আদর্শ ওয়ার্ড চালু করা হয়েছে। প্রাথমিকভাবে দুটি ওয়ার্ডের মাধ্যমে আদর্শ ওয়ার্ড চালু করা হলেও বন্দি বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি করা হবে এ ধরনের ওয়ার্ডের সংখ্যাও।’ জানা যায়, গত অক্টোবরের মাঝামাঝি সময়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কর্ণফুলী-৩ এবং পদ্মা-৫ ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড হিসেবে ঘোষণা করে কারা কর্তৃপক্ষ। এ ওয়ার্ডের বাসিন্দা হওয়ার আগে মৌখিকভাবে কিছু শর্ত পূরণ করতে হয় বন্দিদের। এসব শর্তের মধ্যে রয়েছে- কারা আইন যথাযথভাবে পালন করা, নিজেকে ধূমপান মুক্ত করা, নিজ নিজ ধর্মীয় অনুশাসন পালন ও নিয়মিত নামাজ-প্রার্থনায় অংশগ্রহণ করা। এ ঘোষণার পর বন্দিদের মধ্যে তা বেশ সাড়া পড়েছে। বর্তমানে এ দুই ওয়ার্ডে ৭০ জন বন্দি অবস্থান করছে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের দাবি-বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রায় ৭ হাজার বন্দি রয়েছে। এসব বন্দিদের মধ্যে প্রাথমিকভাবে দুই বন্দির জন্য চালু করা হয়েছে আদর্শ ওয়ার্ড। এ ওয়ার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আলোর পথে আসতে চাওয়া বন্দিদের সহায়তা করা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর