শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বেহাল দশায় গ্রামীণ সড়ক ধুঁকছে চার সেতু

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

বেহাল দশায় গ্রামীণ সড়ক ধুঁকছে চার সেতু

ময়মনসিংহের হালুয়াঘাটে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত চারটি সেতুর একটিও জনসাধারণের যাতায়াতে কোনো কাজেই আসছে না। পায়ে হেঁটে চলার সড়কটিও বিগত ১৫ বছর ধরে ঠাঁই দাঁড়িয়ে আছে। ফলে চারটি সেতু দিয়ে মানুষ কোনো রকমে পারাপার হলেও যানবাহন চলাচল করতে পারে না। বাধ্য হয়ে মাঝেমধ্যে সেতুর নিচ দিয়ে চলাচল করতে হয়। ভরা বর্ষায় চলাচল বন্ধ হয়ে যায়। এসব কারণে স্থানীয় জনসাধারণ বিকল্প সড়ক পথ ব্যবহার করছেন। জানা যায়, উপজেলার ৮নং নড়াইল ইউনিয়নের পূর্ব নড়াইল থেকে কাওয়ালীজান রাস্তার শিবধরা বিল ও ধলিকুড়ি বিলের মধ্যে দেড় কিলোমিটার রাস্তায় বিগত ২০০৫ সালের মার্চ মাসে ওয়ার্ল্ডভিশনের সহায়তায় ও ইউএসআইডি’র অর্থায়নে ৪টি সেতু নির্মাণ করা হয়। এসব নির্মাণযুক্ত করেছে এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে। এলাকাটি বন্যাপ্রবণ ও নিম্নাঞ্চল হওয়ায় প্রতি বছর বন্যার পানিতে তলিয়ে যায়। বন্যার পানি নেমে গেলেও ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে রাস্তাটি। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় রাস্তায় খানাখন্দে ভরা। স্থানীয় বা সরকারিভাবে কোনো মেরামত না হওয়ায় কাটছে না সড়কটির বেহাল দশা। নির্মাণের পর থেকে গুরুত্বপূর্ণ এই সড়কে কোনো মাটি ফেলা হয়নি। রাস্তাটি সংস্কারের বিষয়ে কাওয়ালী গ্রামের বাসিন্দা হযরত আলী আক্ষেপ করে বলেন, কোটি টাকা খরচ করে ৪টি সেতু নির্মাণ করা হলেও ১৫ বছর ধরে এখানে মাটি ভরাট না করায় এলাকাবাসীর কোনো উপকারেই আসছে না । যোগাযোগের এই রাস্তাটি সংস্কার হলে সেতুগুলো ব্যবহার করে ৭ গ্রামের মানুষ উপজেলার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। গ্রামের অপর বাসিন্দা হানিফ বলেন, কয়েক বছর আগে সেতুগুলো নির্মিত হয়েছে। এলাকাবাসী সেত পেয়েছে। কিন্তু রাস্তা পায়নি। ফলে  সেতুগুলো গ্রামের সাধারণ মানুষের কোনো উপকারে  আসছে না।

সর্বশেষ খবর