শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

হাইওয়ে পুলিশের হয়রানির প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

হাইওয়ে পুলিশের হয়রানির প্রতিবাদে মহাসড়ক অবরোধ

বগুড়ার শেরপুরে হাইওয়ে পুলিশের বেপরোয়া আচরণ, নির্যাতন ও হয়রানির প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় উত্তেজিত জনতা হাইওয়ে পুলিশের দুই সদস্যকে ধাওয়া করেন। গতকাল বেলা ১১টা থেকে উপজেলার মহিপুর বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে এই প্রতিবাদ জানান তারা। এই অবরোধ চলাকালে মহাসড়কের উভয় পাশে তিন কিলোমিটার এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়ে। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হাইওয়ে পুলিশের দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াসহ হয়রানি-নির্যাতন বন্ধের আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়ে আসে। পাশাপাশি অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষুব্ধ জনতা। এরপর যানচলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বেলা ১০টার দিকে মহিপুর বাজার এলাকায় মহাসড়কে চলাচল করার কারণে একটি ব্যাপারিচালিত অটোরিকশাকে আটক করতে ধাওয়া দেন হাইওয়ে পুলিশের সদস্য কনস্টেবল রেজওয়ান হোসেন। এ সময় অটোরিকশাটি পালিয়ে গেলেও এক যাত্রী ওই পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় আহত হন। তার নাম মো. বেলাল হোসেন (৩৫)। এতে বাজারে উপস্থিত লোকজন হাইওয়ে পুলিশের এ ধরনের কর্মকান্ডে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ ছাড়া মুহূর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকেও লোকজন এসে তাদের সঙ্গে যোগ দেন। পরে এসব বিক্ষুব্ধ লোকজন পুলিশের বেপরোয়া আচরণ, নির্যাতন ও হয়রানির প্রতিবাদ, দোষী পুলিশের শাস্তি ও প্রতিকার দাবি করে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে এ খবর পেয়ে শেরপুর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাবি পূরণের আশ্বাস দিলে বিক্ষুব্ধ লোকজন শান্ত হন এবং অবরোধ তুলে নেন বলে জানান তারা।

জানতে চাইলে হাইওয়ে পুলিশের শেরপুর গাড়িদহ ফাঁড়ির দায়িত্বে থাকা কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। আসলে পথচারীকে কে ধাক্কা দিয়েছে আর সেখানে কী ঘটেছে সেটি খতিয়ে দেখা হবে। সেই সঙ্গে তদন্তে হাইওয়ে পুলিশের কোনো সদস্য দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ লোকজনের সঙ্গে কথা বলি। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ খবর