শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

উচ্চ বিদ্যালয় চত্বরে প্রাথমিকের ভবন

অভিভাবক মহলে ক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুতল ভবন নির্মাণ ঘিরে অভিভাবক মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিষয়টি গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত। জানা যায়, ১৯৬১ সালে কামাল উদ্দীন প্রিপারেটরি স্কুল নামে যাত্রা শুরু করে ১৯৬৭ সালে জুনিয়র গার্লস এবং স্বাধীনতা-পরবর্তীকালে কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হয়। এরপর থেকে বিদ্যালয়টি নারী শিক্ষায় অবদান রেখে চলেছে। কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের নামে আরএস রেকর্ডমূলে ৪১ দশমিক ৫৫ শতক জমিসহ হোল্ডিং ও খাজনা হালনাগাদ রয়েছে। ১৯৭৩ সালে ওই বিদ্যালয় চত্বরে প্রতিষ্ঠিত হয় বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির ভবন নির্মাণের প্রয়োজন দেখে ১৯৯৯ সালে উভয় প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির উপস্থিতিতে সোলেনামা চুক্তি হয়। চুক্তি মোতাবেক ভবন নির্মাণের প্রয়োজনীয় জায়গা ব্যতীত অবশিষ্ট অংশের ওপর কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের স্বত্ব প্রতিষ্ঠিত থাকে। এমন অবস্থায় বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য চারতলা ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে একটি মামলা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চলমান রয়েছে। মামলা নিষ্পত্তি না হলেও বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষা সম্পন্ন করায় বিষয়টি নিয়ে অভিভাবকসহ স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তাদের ভাষ্য, কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ হলে উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা নানা সমস্যার সম্মুখীন হবে। কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রাইহানুল ইসলাম লুনা বলেন, বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। মামলা নিষ্পত্তি হওয়ার পর রায় যার পক্ষে যাবে তারা তাদের কার্যক্রম চালালে কোনো পক্ষই অসন্তুষ্ট হবে না।

সর্বশেষ খবর