শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

রামুতে ছয় রোহিঙ্গা কিশোর আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে জেলা এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে ছয় রোহিঙ্গা কিশোরকে আটক করা হয়েছে। আটকরা সবাই উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদ্রাসায় অধ্যয়নরত বলে জানা গেছে। এনএসআই ও রামু থানা পুলিশের একটি দল গত বৃহস্পতিবার সকাল ৭টায় রামু বাইপাস স্টেশন থেকে তাদের আটক করেন। আটকরা হলো- কুতুপালং ক্যাম্পের আলী মিয়ার ছেলে মো. ইলিয়াছ, উখিয়া জিরো পয়েন্ট ব্লকের মৃত মীর জাফরের ছেলে ফরিদ আলম, কুতুপালং ক্যাম্প-২ ব্লক-সি এর মো. বকসুর ছেলে নাজিম উল্লাহ, জামতলী ক্যাম্প-১৫ এর সালেহ আহমদের ছেলে সাইফুল হাসান, জামতলী ক্যাম্প-১৫ এর মো. আলীর ছেলে শোয়াইব, কুতুপালং ক্যাম্প ব্লক-সির মো. হাসিমের ছেলে মো. তোয়াহের। আটককৃত শিশুরা জানিয়েছে, তারা সবাই কুতুপালং ক্যাম্পের ব্লক-সির আল-জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী। ওই মাদ্রাসার এক শিক্ষকের প্ররোচনায় তারা রামুতে মাদ্রাসায় পড়াশোনার জন্য আসছিল। এ ছাড়া তাদের সঙ্গে থাকা কুতুপালং উনচিপ্রাং     এলাকার জাবের ও সৈয়দ নুর নামের দুই কিশোর অভিযান চলাকালে পালিয়ে যায় বলে জানিয়েছে আটকরা।

রামু থানার এএসআই মো. সামছুদ্দিন জানিয়েছেন, গায়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে এবং সহযোগিতায় ছয় রোহিঙ্গা কিশোরকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ওই কিশোরদের কক্সবাজার সিআইসিতে হস্তান্তর করে জেলা এনএসআই।

সর্বশেষ খবর