শিরোনাম
রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের মিছিলে সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিতে যাওয়া মিছিলে দুই পক্ষের সংঘর্ষে ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। শুক্রবার বিকালে জেলা শহরের মৌলভীপাড়ায় এ ঘটনা ঘটে। জানা যায়, যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় যোগ দিতে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রাম থেকে উপজেলা যুবলীগের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মনির হোসেনের নেতৃত্বে মিছিল মৌলভীপাড়ায় পৌঁছে। সেখানে পূর্ব বিরোধের জেরে সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের অনুসারী নাটাই দক্ষিণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রুস্তম ইউনুছ, শরীফ উদ্দিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন ও জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলমসহ তাদের অনুসারীরা মনিরসহ অন্যদের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষে সংঘর্ষ বাধে। টঙ্গীতে আহত ২০ : গাজীপুরের টঙ্গী শিলমুন জুগীবাড়ি এলাকায় গরু গাছ খাওয়াকে কেন্দ্র করে মুসলিম উদ্দিনের সঙ্গে একই এলাকায় সিরাজ উদ্দিনের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে। এ ঘটনায় থানায় পাল্টা-পাল্টি অভিযোগ হয়েছে। এলাকাবাসী জানান, সিরাজ উদ্দিনের কৃষি জমির গাছ খেয়েছে পাশের বাড়ির মুসলিম উদ্দিনের কয়েকটি গরু। এ নিয়ে মুসলিমকে জিজ্ঞাসাবাদ করলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে।

সর্বশেষ খবর