রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
শুকিয়ে গেছে কালাডুমুর নদ

দাউদকান্দিতে সেচ সংকটে চাষাবাদ ব্যাহত

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

দাউদকান্দি উপজেলায় কালাডুমুর নদের পানি ২০০৮ সাল থেকে কমতে শুরু করে। বর্তমানে শুষ্ক মৌসুমে নদের ১৪ কিমি শুকিয়ে যায়। এ সময় দুই তীরের ফসলি জমিতে সেচ দিতে না পারায় বিপদে পড়েন কৃষক। দাউদকান্দির স্থানীয় গৌরীপুরের গোমতী নদীর শাখা থেকে উৎপত্তি কালাডুমুর নদের। পলি মাটি জমে বিভিন্ন স্থানে ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে ইরি-বোরো চাষে বিঘ্ন ঘটছে। উপজেলার আদমপুর গ্রামের কৃষক এম এ মতিন বলেন, এ এলাকার অনেক মানুষের জীবন-জীবিকা কালাডুমুর নদের ওপর নির্ভরশীল। নদীটির সঙ্গে কৃষকদের ভগ্য জড়িত। কারণ দাউদকান্দির পাশাপাশি চান্দিনা-মুরাদনগর ও কচুয়া উপজেলার কিছু এলাকার বোরো জমিতে কালাডুমুর নদের পানিতেই সেচ দেওয়া হয়। নদ ভালো নেই বলে এখন এ এলাকার কৃষকরাও ভালো নেই। কালাডুমুর নদ পুনর্খননের দাবিতে এ এলাকার কৃষকরা ২০০৮ সাল থেকে নানা কর্মসূচি চালিয়ে আসছেন। এর মধ্যে রয়েছে সংবাদ সম্মেলন, মানববন্ধন, কোদাল মিছিল ও অনশন কর্মসূচি। তা ছাড়া স্থানীয় কৃষকরা ২০০৮ সালে নদের উৎসমুখ থেকে দুই কিলোমিটার নিজেরাই খনন করেন। নদের ১৪ কিলোমিটার অংশের দুই তীরে অন্তত ৫০ হাজার বিঘা জমিতে বোরো চাষ হয়। প্রতি বছর এখান থেকে প্রায় ১২ লাখ ৫০ হাজার মণ ধান উৎপাদন হয়।

সর্বশেষ খবর