রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ধানের বাম্পার ফলনে কৃষকের হাসি

নাটোর প্রতিনিধি


ধানের বাম্পার ফলনে কৃষকের হাসি

নাটোরে আমন ধান কাটায় ব্যস্ত চাষিরা -বাংলাদেশ প্রতিদিন

বন্যার কবল থেকে ৩৬০ হেক্টর জমির ফসল রক্ষার চেষ্টা করেছিলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর এলাকার কৃষকরা। বেড়া দিয়ে বাঁধ নির্মাণের পর ওই ফসলি জমি রক্ষা করা হয়েছিল। অভিনব পদ্ধতিতে ফসল রক্ষার চেষ্টা ও গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় কৃষকদের স্বেচ্ছাশ্রমে সফলতার মুখ দেখছে এলাকাবাসী। ওই জমিতে রোপণ করা হয়েছিল ধান। এ বছর বাম্পার ফলন হওয়ায় এখন প্রতিটি কৃষক পরিবারের মুখে হাসি ফুটেছে। চাষিরা জানান, বর্ষার শুরুতেই যখন বাঁধের বিভিন্ন জায়গায় ভাঙন শুরু হয়েছিল তখনই বাঁধটি সংস্কার করে দিয়েছিলাম। তারপরও নতুন করে আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়ে বিলে পানি প্রবেশ করছিল। কৃষকদের স্বেচ্ছাশ্রমে এবং আমার ব্যক্তিগত তহবিল থেকে দেওয়া টাকায় বাঁশ, পলিথিন ও নেট কিনে বাঁধ তৈরি করা হয়েছিল।

সর্বশেষ খবর