শিরোনাম
রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

এক পলক

শ্রীপুর আওয়ামী লীগের বর্ধিত সভা

গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ। শ্রীপুর আওয়ামী লীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বুলবুলের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন অ্যাড. শামসুল আলম প্রধান, কফিল উদ্দিন মন্ডল প্রমুখ। আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে শ্রীপুর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলন সফল করতে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। -শ্রীপুর প্রতিনিধি

পানি শোধনাগার

প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে চুয়াডাঙ্গা পৌরসভার ভূগর্ভস্থ পানি শোধনাগার উদ্বোধন করা হয়েছে। পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী গতকাল দুপুরে এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর খোকন মুন্সি, সিরাজুল ইসলাম মণি, সুলতান আরা রত্না প্রমুখ।

জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার প্রায় ৭ হাজার গ্রাহককে প্রতিদিন ৩৫ লাখ লিটার নিরাপদ পানি সরবরাহ করা হবে।

-চুয়াডাঙ্গা প্রতিনিধি

মোটিভেশন সভা

ফরিদপুর পৌর এলাকা পরিচ্ছন্ন রাখতে বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে প্রাকট্রিক্যাল অ্যাকশন বাংলাদেশ। ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের আওতায় ফরিদপুর পৌর এলাকার বাসাবাড়ির বর্জ্য যত্রতত্র না ফেলে পৌরসভার ভ্যানে দিয়ে শহর পরিছন্ন রাখার অংশ হিসেবে এলাকাভিক্তিক মোটিভেশন সভার আয়োজন করা হয়। শহরের ওয়ারলেস পাড়ায় গতকাল এ মোটিভিশন সভায় প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান চৌধুরী সাবুল। সভাপতিত্ব করেন কাজী আশরাফুল হাসান। অনুষ্ঠানে বাসাবাড়ির বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে পালন করায় ১০ জন গৃহিণীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। -ফরিদপুর প্রতিনিধি

মৌমাছির কামড়ে মৃত্যু

বাগেরহাট সদর উপজেলার  পারনোয়াপাড়া গ্রামের মৌমাছির কামড়ে মহিদ হাজী (৪০) নামের এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল পার নওয়াপাড়া গ্রামের বাংলা বাজার সংলগ্ন স্টিল ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। নিহত মহিদ হাজী পারনোয়াপাড়া গ্রামের শফি হাজীর ছেলে। স্থানীয় এলাকাবাসী জানান, জরুরি কাজে গতকাল সকালে  মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বাগেরহাট শহরের দিকে যাচ্ছিলেন মহিদ। এ সময় স্থানীয় বাংলা বাজার সংলগ্ন স্টিল ব্রিজের ওপর এলে এক ঝাক  মৌমাছি মহিদকে কামড়াতে শুরু করে।

-বাগেরহাট প্রতিনিধি

প্রদীপ প্রজ্বলন

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কালীপূজা উপলক্ষে প্রদীপ প্রজ্বলন করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের শূন্যরেখায় প্রদীপ প্রজ্বালন করেন তারা। এর মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষীরা নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। প্রদীপ প্রজ্বালন শেষে বিজিবি সদস্যদের মিষ্টি উপহার দেন বিএসএফ সদস্যরা।

-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

৩ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীর সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল অভিযান চালিয়ে ইয়াবা, বিয়ার, নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। আটকরা হলো-  পারভিন আক্তার, কনরেড ব্লাজু ও আবদুল মতিন।

-নোয়াখালী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর