শিরোনাম
রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর উপহার পেল ৭৫ ভূমিহীন পরিবার

নীলফামারী প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে নীলফামারীতে ভূমিহীন ও গৃহহীন ৭৫ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।  ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে খাস জমিতে ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে তাদের। এমন প্রকল্প দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে নির্মাণ কাজ শুরু হয়েছে।  নীলফামারী সদর উপজেলার সুবিধাভোগী মানুষদের এসব প্রদান করা হবে। গত শুক্রবার বিকালে টুপামারী ইউনিয়নে সুখধন গ্রামে ঘর নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। ইউএনও এলিনা আকতার বলেন, মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন মানুষদের পুনর্বাসন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রথম পর্যায়ে ৭৫টি বরাদ্দ পাওয়া গেছে।

সর্বশেষ খবর