শিরোনাম
রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগ প্রার্থীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

বেড়া উপজেলা নির্বাচন

পাবনা প্রতিনিধি

মনোনয়ন নিয়ে এলাকায় ফিরেই প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন বেড়া উপজেলা পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল হক বাবু। অভিযোগ উঠেছে, এ হামলায় ১৫ ব্যক্তি আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় বেড়া বাসস্ট্যান্ড এলাকার সিঅ্যান্ডবি মোড়ে এ ঘটনা ঘটে। সংসদ সদস্য (পাবনা-১) শামসুল হক টুকু ও তার ভাই উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি আবদুল বাতেনের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রশিদ দুলাল। বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদেরের মৃত্যুতে শূন্য আসনে শুক্রবার জাতসাখিনী ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবুকে মনোনীত করে দলের মনোনয়ন বোর্ড। দুলাল জানান, বাবুকে নিয়ে আমরা শনিবার বিকালে ঢাকা থেকে এলাকায় ফিরে আসি। স্থানীয় হাজার হাজার মানুষ কাজিরহাটে প্রার্থীকে বরণ করে নেয়। পরে একটি দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আবদুল কাদেরের কবরস্থান জিয়ারত করার জন্য যাওয়ার সময় হঠাৎ চিহ্নিত সন্ত্রাসী ময়ছের ও চৌদ্দর নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের পথরোধ করে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা রেজাউল হক বাবুর গাড়িসহ ৩০টি গাড়ি ভাঙচুর করে। তাদের ধারালো অস্ত্রাঘাতে আলফু খান, বাধন শেখ, মিরাজ হোসেন, তারেক, আলী ড্রাইভার, জুলহাস, আওয়াল মাস্টার, মনছের মোল্লা, আজাদ মুন্সী, স্বাধীনসহ অন্তত ১৫ জনকে আহত করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর