সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ধু ধু মরুভূমির পথে মেঘনা-গোমতী

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

ধু ধু মরুভূমির পথে মেঘনা-গোমতী

মেঘনা-গোমতী নদীতে নাব্য সংকটে জেগেছে চর -বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লা জেলার একটি নদীর নাম গোমতী। চট্টগ্রাম বিভাগের সর্ব পশ্চিমে ঢাকা বিভাগের পাশ দিয়েই প্রবাহিত এ নদী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলা দাউদকান্দি-মেঘনা-গোমতী সেতুর কাছে মিলিত হয়েছে মেঘনার সঙ্গে। এই কারণেই এই নদীর মোহনাকে মেঘনা গোমতী নদীর মোহনা বলা হয়ে থাকে। এক সময় মেঘনা গোমতীর দাউদকান্দির নতুন ফেরিঘাটে হাজার হাজার মানুষের ভিড় লেগে থাকত। আরও থাকত জাহাজের ভিড়। থাকত শ্রমিক আর সাধারণ মানুষের কোলাহল। এখন নেই সেই অবস্থা। মেঘনা-গোমতীর চার দিকে তাকালে দেখা যাবে চর আর চর। এসব বিশাল বিশাল চর আর ধু-ধু মরুভূমিতে পরিণত হওয়ায়য় দাউদকান্দির ঘাটে এখন আর ভিড়ছে না জাহাজ, আর কার্গো। নেই শ্রমিকের কোলাহল। গোমতী নদীর দাউদকান্দির মোহনায় চর জেগে ওঠায় শত শত শ্রমিক বেকার হয়ে পড়েছেন। ফলে শ্রমিক পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছেন। গোমতী এখন প্রায় পানিশূন্য। নদী শুকিয়ে জেগে উঠেছে বালুচর। মাইলের পর মাইল শুধুই চর আর চর। পানির অভাবে গোমতী নদী যেন সাহারা মরুভূমিতে পরিণত হয়েছে। রুক্ষ প্রকৃতির সঙ্গে তালমিলিয়ে এনে দিয়েছে মরুময়তা। সরেজমিন দেখা গেছে, নদীর দুপাশের এলাকার প্রাকৃতিক পরিবেশ রুক্ষ থেকে রুক্ষ হয়ে উঠছে। শুকনো মৌসুমে পুরোপুরি শুরু হতে না হতেই সৃষ্টি হয়েছে অসংখ্য চরের। বিস্তার ঘটেছে মাইলের পর মাইল। পানি বলতে তেমন একটা নেই। জানা গেছে, নদী নিয়মিত ড্রেজিং না করায় এ অবস্থা হয়েছে।

সর্বশেষ খবর