সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সাত হাসপাতাল বন্ধের নির্দেশ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রায়পুর উপজেলায় সাতটি প্রাইভেট হাসপাতালকে প্রায় তিন মাস আগে বন্ধের নির্দেশ দিলেও তা অমান্য করায় ফের অভিযান চালিয়েছেন সিভিল সার্জন। শনিবার দুপুরে এ অভিযান চালানো হয়। গতকাল চিঠি দিয়ে ওই সাত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশনা দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন। গত ২৫ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে সিভিল সার্জন সাতটি প্রাইভেট হাসপাতালে অভিযান শেষে লিখিতভাবে বন্ধের নির্দেশনা দিয়েছিলেন। হাসপাতালগুলো হলো- নিরাময়, মডার্ন, জনসেবা, মেহেরুন্নেছা, মা ও শিশু, মেঘনা, ম্যাক্স কেয়ার হাসপাতাল এবং পদ্মা ডায়াগনস্টিক সেন্টার। সিভিল সার্জন গাফফার বলেন, আমরা চাই সরকারি নির্দেশনা মেনে হাসপাতালগুলো সুষ্ঠু নিয়মে চলুক। আইনের মধ্যে থেকে সেবা নিশ্চিত করুক। গত ২৩ আগস্ট কাগজপত্র নবায়ন করার সময় পার হলেও এখন পর্যন্ত তারা কাগজপত্র নবায়ন করেনি।

সর্বশেষ খবর