সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন

চরফ্যাশন প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ গ্রামের রশিদ (৬৫) হত্যা মামলায় ১৮ আসামির মধ্যে ১৪ জনের যাবজ্জীবন ও চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম গতকাল এ রায় দেন। দন্ড পাওয়া আসামিরা হলেন- চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার আলাউদ্দিন, শাহাবুদ্দিন, জলিল, জাহানপুর ইউনিয়নের কাঞ্চন মিস্ত্রী, কাঞ্চন পাটওয়ারী, বাসু, ফজলে করিম, ছাদেক, আ. রহফ, সিরাজ, সামসুদ্দিন, লালমোহন উপজেলার আবুল বাশার, নুর হোসেন ও নোমান। খালাস পেয়েছেন ইউনুছ পাটওয়ারী, ঈমাম হোসেন, এছহাক ও আবু বকর।

আসামিদের মধ্যে আবুল বাশার, নুর হোসেন ও নোমান পলাতক রয়েছেন। আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৩ সালের ৩০ মে রশিদকে আসামিরা উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহতের ভাই হানিফ চরফ্যাশন থানায় ১৮ জনকে আসামি করে মামলা করেন।

সর্বশেষ খবর