সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

২৮ ছিনতাইকারী আটক

ময়মনসিংহ নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ২৮ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। এদিকে ছিনতাইকারীর দৌরাত্ম্যের প্রতিবাদ ও নিরাপদ ময়মনসিংহের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ময়মনসিংহ শাখা। গাঙ্গিনারপাড় ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে গতকাল এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জনুরঞ্জন দাশ, জাকরুল ইসলাম, তৈমুর রহমান প্রমুখ।

-ময়মনসিংহ প্রতিনিধি

অ্যাম্বুলেন্স চাপায় মৃত্যু

বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় অ্যাম্বুলেন্স চাপায় রিপন খান (৩৫) নামে এক পথচারী যুবক নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন ঝালকাঠির নলছিটি উপজেলার বাবুবল গ্রামের চাঁন খানের ছেলে।

-নিজস্ব প্রতিবেদক, বরিশাল

কৃষক শ্রমিক জনতা লীগের সভা

১৯৯৯ সালের ১৫ নভেম্বর ভোট ডাকাতির প্রতিবাদ ও প্রতিরোধ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক। এ সময় আবদুস ছবুর মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এ টি এম সালেক হিটলু, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক কমিটির সদস্য দুলাল হোসেন মাস্টার প্রমুখ।

-সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আখাউড়া স্থলবন্দর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর কালীপূজা উপলক্ষে এক দিন বন্ধ থাকার পর গতকাল সকাল থেকে যাবতীয় আমদানি- রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই কর্মকর্তা-কর্মচারী ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে এক প্রকার কর্মচাঞ্চল্য ফিরে আসে। তবে এক দিন বন্ধ থাকায় দুই দেশে আটকে পড়া পাসপোর্টধারী যাত্রী, কূটনৈতিক, ব্যবসায়ী ও মেডিকেল পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। 

-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

লাশ উদ্ধার

নগরের টাইগারপাস এলাকায় রাস্তার পাশে একটি পাহাড়ের পাদদেশ থেকে আবু হানিফ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খুলশী থানা পুলিশ গতকাল লাশটি উদ্ধার করে। হানিফের বাসা নগরীর দামপাড়া এলাকার বেটারীগলিতে বলে জানান স্থানীয়রা। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

-নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মনোনয়নপত্র দাখিল

উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে ফরিদপুর ও মধুখালী পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে গতকাল ফরিদপুর পৌরসভায় মেয়র পদে বিএনপি, আওয়ামী লীগ, স্বতন্ত্রসহ ৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। -ফরিদপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর