সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মাঠজুড়ে কৃষকের সোনালি স্বপ্ন

বাবুল আখতার রানা, নওগাঁ

মাঠজুড়ে কৃষকের সোনালি স্বপ্ন

নওগাঁর মাঠজুড়ে দুলছে কৃষকের সোনালি স্বপ্ন -বাংলাদেশ প্রতিদিন

উত্তর জনপদের খাদ্যখান্ডার নামে খ্যাত নওগাঁয় চলতি মৌসুমে বিস্তীর্ণ মাঠজুড়ে আমন ধানের সোনালি শীষ বাতাসে দোল খাচ্ছে। দৃষ্টিসীমা ছাপিয়ে চারদিকে বিরাজ করছে অপার দুলুনি। এ দোলায় লুকিয়ে আছে হাজারো কৃষকের রঙিন স্বপ্ন।  পোকামাকড় ও রোগ-বালাইয়ের আক্রমণ ছাড়াই বেড়ে ওঠা ধানের শীষে ভরে গেছে মাঠ। দিগন্তজোড়া সোনালি ফসলের মাঠ প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বিকশিত করে তুলেছে। উপজেলার হাজারো কৃষক পরিবারের চোখে মুখে এখন স্বপ্ন পূরণের প্রত্যাশা। কোনো বিপর্যয় না ঘটলে কৃষকদের বাড়ির আঙ্গিনা ভড়ে উঠবে সোনালি ধানের হাসিতে। শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আগামী সপ্তাহের মধ্যে ধান কাটা-মাড়াই শুরু হবে।

সর্বশেষ খবর